পপুলার লাইফে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া
সংবাদ বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) কোম্পানির সেমিনার কক্ষে এ মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা, সাবেক সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের ও মো. হাবিবুর রহমান এবং সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানাসহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।