স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগরের আইডিয়াল ওয়ার্ল্ড রেস্টুরেন্টে সম্প্রতি এই আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নিরপেক্ষ পরিচালক এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন। সভায় প্রধান অতিথির নিকট থেকে কোম্পানির জিএম (উন্নয়ন) ফেরদৌসী আরা স্বাস্থ্য বীমা দাবির ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।