বীমা প্রসারের প্রধান অন্তরায় নিয়ে বিআইপিডি’র বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ‘বীমা প্রসারের প্রধান অন্তরায়: বীমা সম্পর্কে জনগণের অনীহা’ শীষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় এই বিতর্কের আয়োজন করে বিআইপিডি।

চূড়ান্ত প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করেন- উম্মে ইফফাত জাহান (এমবিবিএস স্টুডেন্ট, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা); মো. নাজমুল হোসেন (বিবিএ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, সরকারী আজিজুল হক কলেজ, বগুড়া) এবং মো. আবু সাঈদ (ব্যাচেলর অব ফার্মেসী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)

প্রতিযোগিতায় বিপক্ষে অংশগ্রহন করেন- ছাবেকুন নাহার (বি.এস. এস. সম্মান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়); মো. আবদুল্লাহ আল কোরাইশ (বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়) এবং মো. নাঈম ইসলাম (সম্মান, অর্থনীতি, রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী) ।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিআইপিডি’র একাডেমিক কাউন্সিলের সদস্য দাস দেব প্রসাদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের সাবেক পরিচালক এ এইচ মোস্তফা কামাল খান, সাধারণ বীমা করপোরেশনের সাবেক পরিচালক এ কে এম এহসানুল হক এফসিআইআই এবং বিআইপিডি’র মহাপরিচালক কাজী মো: মোরতুজা আলী এসিআইআই।

বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনলাইনে এই প্রতিযোগিতাটি উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে তাদের মতামত প্রকাশ করেন।