চার্টার্ড লাইফ ও মাই অফার ৩৬০ ডিগ্রীর মধ্যে করপোরেট চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মাই অফার ৩৬০ ডিগ্রী (অরেঞ্জটুলজ) এর মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং মাই অফার ৩৬০ ডিগ্রীর সিইও আফফান কাজমি তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই অফার ৩৬০ ডিগ্রীর চীফ অপারেটিং অফিসার মিস শামিমা নাসরিন, সিনিয়র এইচ.আর এক্সিকিউটিভ মিস মাহাবুবা তাসনিম এবং চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব করপোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও সিনিয়র ম্যানেজার, করপোরেট অপারেশনস মো. রাকিবুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত চুক্তির আওতায় মাই অফার ৩৬০ ডিগ্রী (অরেঞ্জটুলজ) এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের গ্রুপ জীবন বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।