ক্ষুদ্রবীমায় ২০% প্রবৃদ্ধি দেখাল ফিলিপাইন
ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিপাইনে ক্ষুদ্রবীমার প্রিমিয়াম সংগ্রহে ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০১৬ দেশটিতে সর্বমোট ৫.৪ বিলিয়ন পেসো (১০৭.৪ মিলিয়ন মার্কিন ডলার) প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। আগের বছর ২০১৫ সালে যার পরিমাণ ছিল ৪.৫ বিলিয়ন পেসো।
এছাড়া ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্ষুদ্রবীমার প্রিমিয়াম সংগ্রহে বছর গড়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ফিলিপাইনের ইন্স্যুরেন্স কমিশনার ডেনিস ফিউনা এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছেন।
এদিকে ক্ষুদ্রবীমার মোট প্রিমিয়ামের ৫৪ শতাংশই সংগ্রহ করেছে মিউচ্যুয়াল বেনিফিট অ্যাসোসিয়েশনস (এমবিএ) । ২০১৬ সালে এমবিএ'র সংগৃহীত মোট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ২.৯ বিলিয়ন পেসো।
এরমধ্যে লাইফ বীমাখাত থেকে ক্ষুদ্রবীমার প্রিমিয়াম এসেছে ১.৮৮ বিলিয়ন পেসো, যা মোট প্রিমিয়ামের ৩৫ শতাংশ। আর নন-লাইফ বীমাখাত থেকে প্রিমিয়াম এসেছে ৬৩১ মিলিয়ন পেসো, যা বাজারের মোট প্রিমিয়ামের ১১ শতাংশ।
ইন্স্যুরেন্স কমিশনার ফিউনার তথ্য মতে, ২০১৬ সালের শেষ নাগাদ ফিলিপাইনের ২৮.৪ মিলিয়ন নাগরিক ক্ষুদ্রবীমার আওতায় এসেছে। এরমধ্যে ৬১ শতাংশ ক্ষুদ্রবীমা গ্রাহক মিউচ্যুয়াল বেনিফিট অ্যাসোসিয়েশনস'র।
এমবিএ'র লাইফ বীমাখাতে ক্ষুদ্রবীমা পণ্যের গ্রাহক রয়েছে ৮.৫৯ মিলিয়ন, যা বীমাকৃত জনসংখ্যার ৩০ শতাংশ। অন্যদিকে নন-লাইফ বীমাখাতে ক্ষুদ্রবীমার গ্রাহক রয়েছে ২.৫৪ মিলিয়ন, যা ক্ষুদ্রবীমার মোট গ্রাহকের ৯ শতাংশ।
ইন্স্যুরেন্স কমিশনার ফিউনা বলেন, গ্রাহক সংখ্যা ও প্রিমিয়াম সংগ্রহের দিক দিয়ে ক্ষুদ্রবীমা শিল্পে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে এমবিএ।তবে বেসরকারি বীমা কোম্পানিগুলো এখন ক্ষুদ্রবীমা পণ্য বিক্রির দিকে নজর দিচ্ছে।