এবারের ‘মিস ইন্স্যুরেন্স’ হলেন এজেকিয়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক: এবারের মিস ইন্স্যুরেন্স প্রতিযোগিতায় বিজয় মুকুট পড়লেন মিস এজেকিয়েল। শেষ রাউন্ডে ৮ সুন্দরীকে হারিয়ে মিস ইন্স্যুরেন্স খেতাব পান এজেকিয়েল। এ বীমা সুন্দরী জেনিথ ইন্স্যুরেন্স জেনারেল লিমিটেড’র কর্মকর্তা।

নাইজেরিয়ার লগোসে শনিবার এই বীমা সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিস ইন্স্যুরেন্স বিউটি প্যাজেন্ট ২০১৭ প্রতিযোগিতার আয়োজন করে চার্টার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট অব নাইজেরিয়া (সিআইআইএন) ।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে উঠে আসেন মিস ওলানিরান আদেসোলা শালোম। সভেরিং ট্রাস্ট ইন্স্যুরেন্সের কর্মকর্তা তিনি। তৃতীয় স্থান অধিকার করেন জেনিথ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মিস জুডিথ ডুয়ানিসি।

বিজয় মুকুট ছাড়াও সেরা সুন্দরীকে দেয়া হয় কিয়া সেরাটো ব্রান্ডের গাড়ি। আর দ্বিতীয় স্থান অধিকারীকে দেয়া হয় ৪৫ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। তৃতীয় স্থান অধিকারীকে পেয়েছেন ডিপ ফ্রিজার।

সেরা সুন্দরীর মাথায় মুকুট পড়িয়ে দেন ২০১৬ সালের সেরা বীমা সুন্দরী মিস আদিজা ওকেকি।

নতুন রাণীর উদ্দেশ্যে সিআইআইএন’র প্রেসিডেন্ট লেডি ইজিয়ামা চুকুয়িমা বলেন, আমরা তার কাছে সম্মানজনক আচরণ এবং এই শিল্পের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যাশা করছি।

এজেকিয়েল এই শিল্পের অ্যাম্বাসাডর, এখানে যখনই কোন অনুষ্ঠান হবে তিনি প্রতিনিধিত্ব করবেন। এজন্যই আমরা শুধু সৌন্দর্য নয়, মস্তিষ্কের ওপর গুরুত্ব দিয়েছি। তিনি বীমা এবং বীমা বিষয়ক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হবেন বলে আশা প্রকাশ করেন ইজিয়ামা।