পরিবেশ দূষণ রোধে বীমা চালু করছে চীন
ইন্টারন্যাশনাল ডেস্ক: পরিবেশ রক্ষায় এনভায়রনমেন্টাল পলূশন লায়াবিলিটি ইন্স্যুরেন্স চালু করতে যাচ্ছে চীন। ভারী শিল্প-কারখানা, টেক্সটাইল ও কেমিকেল কারখানার জন্য পলিসিটি গ্রহণ বাধ্যতামূলক করা হবে। খুব দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা সিআইআরসি এবং পরিবেশরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই পলিসির নকশা ও বিধি-বিধান তৈরি করছে। বিষয়টি বাস্তবায়নের জন্য এরইমধ্যে খসড়া পরিকল্পনা প্রস্তুত করেছে নিয়ন্ত্রক সংস্থা ও মন্ত্রণালয়। সিআইআরসি’র চেয়ারম্যান জিয়াং জানবো’র বরাদ দিয়ে চায়না ডেইলি এ তথ্য প্রকাশ করেছে।
জিয়াং জানবো জানিয়েছেন, এরইমধ্যে ৩০টি প্রদেশ, স্বায়ত্বশাসিত অঞ্চল ও পৌরসভায় পাইলট প্রকল্প হিসেব এই বীমা পলিসি গ্রহণ করা হয়েছে। ভারী শিল্প, ভারী মেটাল, টেক্সটাইল ও কেমিকেলসহ পরিবেশ দূষণের সঙ্গে জড়িত শিল্প-কারখানা এই বীমার আওতায় আসবে।
সিআইআরসি চেয়ারম্যান বলেন, বীমা কোম্পানিগুলো শুধুমাত্র বীমার প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তি করবে না। তাদেরকে ঝুঁকি নির্ণয় করতে হবে এবং সংশ্লিষ্ট কোম্পানিকে পরামর্শ প্রদান করবে। যেমন- জিয়াংসু প্রদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ৪ হাজার কোম্পানির জন্য আনুমানিক ৪০ হাজার পরামর্শ দিয়েছে।
বেইজিংয়ের ইন্টারন্যাশনল বিজনেস অ্যান্ড ইকনোমিকস বিশ্ববিদ্যালয়ের বীমা অধ্যাপক ওয়াং গুওজুন বলেছেন, এই বীমা পলিসির নকশা করা জটিল হবে, যার জন্য যোগ্যতাসম্পন্ন অ্যাকচ্যুয়ারি ও ঝুঁকি নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ প্রয়োজন হবে। তিনি আরো বলেন, পরিবেশগত সুরক্ষা প্রয়োগের বিষয়টি তদারকি করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে বীমা কোম্পানির পক্ষ থেকে পরামর্শক পাঠাতে হবে।