প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সিএমইডি হেলথ'র মধ্যে চুক্তি
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি সিএমইডি হেলথ এর সাথে গ্রুপ লাইফ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফ এর সিইও মোঃ জালালুল আজিম ও সিএমইডি হেলথ এর চেয়ারম্যান খন্দকার এ মামুন (পিএইচডি) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে প্রগতি লাইফ, সিএমইডি হেলথ এর সদস্যগণকে বীমা সেবা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর জিএম (অপারেসন্স) এস এম জিয়াউল হক এবং সিএমইডি হেলথ এর গ্রোথ বিভাগের প্রধান, মোঃ মমিনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)