বীমা প্রতারণায় সাবেক পুলিশ কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড
ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বীমা প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে তার বাগদান ও বিবাহের আংটিসহ ইলেক্ট্রনিকস পণ্য, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার চুরি হয়েছে উল্লেখ করে বীমা দাবি উত্তোলন করেন।
ইন্স্যুরেন্স জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাতে আদালতে দোষী সাব্যস্ত সাবেক ওই পুলিশ কর্মকর্তার নাম ট্রেভিস ই কোপল্যান্ড। তিনি হাওয়াই অঙ্গরাজ্যে হুনুলুলু পুলিশ ডিপার্টমেন্টে অফিসার হিসেবে ১০ বছর চাকরি করেছেন। গত মার্চে তিনি চাকরি থেকে বিদায় নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট মার্কিন পুলিশ ডিপার্টমেন্ট।
২০১৭ সালের অক্টোবরে হাওয়াই অঙ্গরাজ্যে ওয়াহু অঞ্চলে ট্রেভিস ই কোপল্যান্ড এর বাড়িতে ব্যাপকভাবে চুরির ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। ওই ঘটনায় কোপল্যান্ডের বাগদান ও বিবাহের আংটিসহ ইলেক্ট্রনিকস পণ্য, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার চুরি হয়েছে উল্লেখ করে বীমা দাবি করেন। বীমা কোম্পানি তাকে ৪ হাজার ৭৯৬ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান করে।
এ ছাড়াও আরেকটি বীমা দাবিতে সাবেক পুলিশ কর্মকর্তা ট্রেভিস ই কোপল্যান্ড উল্লেখ করেন তার মার্সেডিজ-বেঞ্জ গাড়িটি চুরি হয়েছে এবং তা নষ্ট করে ফেলা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তার গাড়িটি পার্শ্ববর্তী একটি স্থানে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় বীমা কোম্পানি তাকে ১৩ হাজার ৩৯৩ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়।
সাবেক পুলিশ কর্মকর্তা ট্রেভিস ই কোপল্যান্ডের দু'টি ঘটনাই বীমাখাত সংশ্লিষ্ট মার্কিন তদন্ত সংস্থার কাছে সন্দেহজনক বলে মনে হয়। পরে তদন্তে জালিয়াতির প্রমাণ মেলে এবং আদাল তাকে দু'টি ঘটনায় দোষী সাব্যস্ত করেন। এই প্রতারণার ঘটনায় আদালত তাকে দু'টি অপরাধের জন্য ৫ বছর করে মোট ১০ বছরের দণ্ড দেন।