ক্ষুদ্রবীমা প্রসারের উদ্যোগ মিশরে

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্ষুদ্রবীমার প্রসার ঘটাতের উদ্যোগ গ্রাহণ করেছে মিশর। এ খাতের উন্নয়ন ও তত্ত্বাবধান করতে এরইমধ্যে একটি কমিটি গঠনের কথা জানিয়েছে ইন্স্যুরেন্স ফেডারেশন অব ইজিপ্টি (আইএফই) । স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ভেটোগেট এসব তথ্য জানিয়েছে।

ক্ষুদ্রবীমা ও ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত সকল স্টেকহোল্ডারের প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠনা করা হয়েছে। ফিনান্সিয়াল রেগুলেটরি অথরিটি (এফআরএ)'র সাথে সমন্বয় ও সহযোগিতা করবে এ কমিটি।

২০১৫ সালে ইন্স্যুরেন্স ফেডারেশন অব ইজিপ্টি এবং জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা জিআইজেড আয়োজিত কর্মশালায় ক্ষুদ্রবীমার বিষয়ে প্রদত্ত সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মিশরের বীমাখাত বর্তমানে বীমা আইন সংশোধনের খসড়া প্রস্তুত করছে। এ ছাড়াও ক্ষুদ্রবীমার সংজ্ঞা প্রণয়ন, ইলেক্ট্রনিক্যালি ক্ষুদ্রবীমা পলিসি বাজারজাত ও পরিচালনা কার্যক্রম নিয়ন্ত্রণের বিধিপ্রবিধানমালা প্রস্তুত করছে।