বীমা কোম্পানির সাবেক চেয়ারম্যানের ১৮ বছর জেল
ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের একটি বীমা কোম্পানির সাবেক একজন চেয়ারম্যানের ১৮ বছর কারাদণ্ড এবং ১০.৫ বিলিয়ন ইউয়ান বা ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। কোম্পানির তহবিল গঠনে প্রতারণা ও আত্মসাতের দায়ে এ রায় দিয়েছেন সাংহাইয়ের একটি আদালত।
দণ্ডপ্রাপ্তের নাম উ জিয়াওহুই। তিনি এনবাং ইন্স্যুরেন্স গ্রুপ কোং লি. (এনমাং ইউএল) এর সাবেক চেয়ারম্যান। কোম্পানির জন্য তিনি অবৈধভাবে ৬৫.২ বিলিয়ন ইউয়ান তহবিল গঠন করেন এবং ১০ বিলিয়ন ইউয়ান আত্মসাৎ করেন। চলতি বছরের মার্চে তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।
সাংহাই হাই পিপল'স কোর্ট গত বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, উ জিয়াওহুই এর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ ছিল নির্ভরযোগ্য এবং পর্যাপ্ত। তাকে যথাযথ দোষী সাব্যস্ত করা হয়েছে। উপযুক্ত দণ্ডাদেশও দেয়া হয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উ জিয়াওহুই প্রথমে অভিযোগের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তবে সম্প্রতি তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং অনুতপ্ত হয়েছেন। একইসঙ্গে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। গত মে'তে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে কারাদণ্ডাদেশ দেয়া হয়। এরপরই তিনি আপিল করেন, যা খারিজ করে দিয়েছেন আদালত।
এনবাং এর যাত্রা শুরু ২০০৪ সালে গাড়ি, সম্পদ ও দুর্ঘটনা বীমা নিয়ে। এরপর ২০১০ সালে লাইফ বীমা বাজারে প্রবেশ করে এনবাং এবং খু্ব দ্রুত শীর্ষ তৃতীয় লাইফ বীমা কোম্পানিতে পরিণত হয়। গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির নিয়ন্ত্রণ নেয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে এনবাং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উ জিয়াওহুই'কে বিচারের আওতায় আনার ঘোষণা দেয়া হয়।