অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করার আহবান এআইসি’র

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করার আহবান জানিয়েছে বীমাখাতের আঞ্চলিক প্লাটফর্ম আসিয়ান ইন্স্যুরেন্স কাউন্সিল (এআইসি) । এ ব্যাপারে তারা বীমা কোম্পানিগুলোকে কল টু অ্যাকশন’র এ আহবান জানিয়েছে।

এরইমধ্যে এ আহবানে সাড়া দিয়েছে শীর্ষস্থানীয় বীমা কোম্পানি ওয়ানাআর্থা লাইফ, এআইএ, আলিয়াঞ্জ লাইফ এবং তাসপেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টোল রোড পরিচালনা প্রতিষ্ঠান জাসা মারগা’র সঙ্গে ২২৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।

ইন্দোনেশিয়ার বালিতে গত অক্টোবরে অনুষ্ঠিত বার্ষিক সভায় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি)’র সঙ্গে সমন্বিতভাবে এ আহবান জানানো হয়। ওই অনুষ্ঠানে আসিয়ান ইন্স্যুরেন্স কাউন্সিল অবকাঠামো খাতে অর্থায়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করে।

এআইএ’র সেক্রেটারি জেনারেল এভলিনা এফ পিয়েট্রুচকা বলেছেন, আসিয়ান লাইফ বীমা শিল্প এরইমধ্যে ৪৩৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ অর্জন করেছে। প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির পাশাপাশি আসন্ন বছরে এই সম্পদের পরিমাণও বাড়বে। তবে এই বিপুল পরিমাণ সম্পদের মাত্র ২ শতাংশ অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে বীমাকারীরা।

তিনি আরো বলেন, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানভুক্ত বীমা কোম্পানিগুলো যদি অবকাঠামো খাতে সম্পদ বিনিয়োগ আরো বাড়াতে পাবে তাহলে এসব দেশের অবকাঠামো খাতে অর্থায়নে যে ব্যবধান তৈরি হয়েছে তা দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। (সূত্র: এআইআর)