দাবানলের ক্ষতিপূরণ দিতে বীমা কোম্পানি দেউলিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্যালিফোর্নিয়ার ‘ক্যাম্প ফায়ার’ কেবল ডজন ডজন লোকের মৃত্যু ঘটায়নি কিংবা হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করেনি, এটি একটি বীমা কোম্পানির অর্থনৈতিক অবস্থাকে বিপন্নও করেছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি সবচেয়ে মারাত্মক ও বিধ্বংসী দাবানল।

যার কারণে ‘মার্সড প্রোপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি’ নামের ওই বীমা কোম্পানি লাখ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে। এরইমধ্যে কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে।

আদালতের সূত্র অনুযায়ী, মার্সড এর সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৩ মিলিয়ন মার্কিন ডলার, তবে প্যারাডাইজ শহরের ক্ষতিপূরণের দায় দিতেই প্রয়োজন প্রায় ৬৪ মিলিয়ন ডলার।

এদিকে বিচারক ব্রায়ান ম্যাককেব, মার্সডকে নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ইন্স্যুরেন্সকে নির্দেশ দিয়েছেন। আদালতের নথি অনুযায়ী, রাষ্ট্রের সংরক্ষণ ও তরলকরণ অফিস মার্সড এর তারল্য সংরক্ষণ করবে।

তবে মার্সড এর পলিসি গ্রহীতাদের জন্য সুখবর হলো তারা ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স গ্যারান্টি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ পাবেন। (সূত্র: সিএনএন, একশন৩০নিউজ)