স্বাস্থ্য বীমার আওতায় ৮ কোটি পাকিস্তানি
ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনায় দেশটির দরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য হেলথ ইন্স্যুরেন্স কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে দরিদ্ররা ফ্রি স্বাস্থ্য সেবা নিতে পারবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার সারাদেশে হেলথ কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী আমির মেহমুদ কিয়ানি।
অনুষ্ঠানে বীমা কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে এক কোটি ১৪ লাখ পরিবারের (প্রায় আট কোটি মানুষ) জন্য হেলথ কার্ড ব্যবস্থার ঘোষণা দেয়া হয়। এসময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এই হেলথ কার্ডের মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর স্বাস্থ্যখাতে ব্যয় দিনে ২৭৬ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্ডধারীরা পাকিস্তানের যেকোনো হাসপাতাল থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবে। হার্ট সার্জারি, স্টান্ট, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ডায়ালিসিস, মাতৃত্বসহ অস্ত্রোপচারের সুযোগ এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এরইমধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়নে একটি বীমা কোম্পানির সঙ্গে আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। (দ্য এক্সপ্রেস ট্রিবিউন)