ভিয়েতনামের অর্থনীতিতে বীমাখাতের বিনিয়োগ ৬৭০ কোটি মার্কিন ডলার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভিয়েতনামের অর্থনীতিতে দেশটির বীমাখাত থেকে ৬.৭ বিলিয়ন বা ৬৭০ কোটি মার্কিন ডলার (১৫২.৫ ট্রিলিয়ন ভিয়েতনাম ডং) পুনরায় বিনিয়োগ করা হয়েছে। যা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি।

এরমধ্যে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ রয়েছে ১৬০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে লাইফ বীমাখাতের বিনিয়োগ রয়েছে ৫১০ কোটি মার্কিন ডলার। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব ভিয়েতনাম (আইএভি) এ তথ্য প্রকাশ করেছে।

আইএভি চেয়ারম্যান ফান কিম ব্যাং হ্যানয় টাইমস’কে জানিয়েছেন, দেশটির অনেক বীমা কোম্পানি দীর্ঘ মেয়াদী সরকারি বন্ড কিনেছে। এরমধ্যে ২০ বছর মেয়াদী সরকারি বন্ড কেনার পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ মিলিয়ন বা ২৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

লাইফ বীমাখাতে প্রিমিয়াম আয় ২৯.৫ শতাংশ বেড়ে ১৬০ কোটি মার্কিন ডলার বা ৩৬.৬ ট্রিলিয়ন ডং-এ দাঁড়িয়েছে। ফান কিমের মতে, গত ১০ বছরের মধ্যে এটাই বেশি বৃদ্ধি। অন্যদিকে নন-লাইফ বীমায় প্রিমিয়াম আয় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৩ ট্রিলিয়ন ডং বা ১৪০ কোটি মার্কিন ডলার।

ভিয়েতনামের বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতায় মাঝারি ধরণের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০১৫ সালের চেয়ে বীমা কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ ২১.৭ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটির বীমাখাতে সম্পদের পরিমাণ ৮৯০ কোটি মার্কিন ডলার (২১০ ট্রিলিয়ন ডং) ছাড়িয়ে গেছে।

এরমধ্যে নন-লাইফ বীমাখাতে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩১০ কোটি মার্কিন ডলার বা ৭০ ট্রিলিয়ন ভিয়েতনাম ডং। আর লাইফ বীমাখাতে এই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ ট্রিলিয়ন ডং বা ৫৮০ কোটি মার্কিন ডলার।

ফান কিম ব্যাং আরো জানিয়েছেন, বীমা কোম্পানিগুলো তাদের গ্রাহকদের সুরক্ষা প্রদানে ব্যাপকভাবে কাজ করছে। একইসঙ্গে আরো উন্নতমানের সেবা প্রদানের চেষ্টা করছে। উপকূলে মাছ ধরার নৌকার বীমা কভারেজ, স্বেচ্ছাকৃত পেনশন পরিকল্প ও বাধ্যতামূলক অগ্নি বীমার মতো সরকারের কিছু পদক্ষেপ বাস্তবায়নে এসব বীমা কোম্পানি সহযোগিতা করেছে। (সূত্র: আইবি)