স্বাস্থ্যবীমার আওতায় নেই এইডস কন্ট্রোল সোসাইটি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের তামিলনাডুতে সরকারের কাছে স্বাস্থ্যবীমা সেবা দাবি করেছে এইডস কন্ট্রোল অল এমপ্লয়ি এসোসিয়েশন।
এসোসিয়েশনের রাষ্ট্র সচিব এম সেরালথান জানান, এইডস কন্ট্রোল সোসাইটির দুই হাজার ৭০০ কর্মী তামিলনাডুতে এইডস নিয়ন্ত্রণে কাজ করছে। এজন্য তারা ১৫ বছরেরও বেশি সময়েরও জন্য চুক্তিবদ্ধ। তাই তারা রাজ্য সরকারের কাছে কর্মীদের স্থায়ী করার আহবান জানিয়েছেন।
তিনি জানান, তারা রাজ্য সরকারের কাছে কোনো ধরনের সহযোগিতা পাননি। এমনকি স্বাস্থ্যবীমা সেবা থেকেও বঞ্চিত তারা।
এসোসিয়েশনের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব সব কর্মীদের সরকার স্থায়ী হিসেবে ঘোষণা করুক এবং কর্মচারী নিয়োগে মেডিকেল বোর্ড ও পরীক্ষা পদ্ধতি চালু করা হোক। সেইসঙ্গে কর্মীদের বেতনভাতা বৃদ্ধিরও দাবি জানানো হয়।
সেরালথান জানান, রাজ্যজুড়ে সকল কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসার জন্য গুরুত্বারোপ করা হচ্ছে। একইসঙ্গে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সিস্টেম বাস্তবায়নের জন্য সরকারকে তাগিদ দেয়া হয়েছে। (টাইমস অব ইন্ডিয়া)