সাইকেল বীমা পলিসি চালু করলো টফি ইন্স্যুরেন্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাইকেলের জনপ্রিয়তা সর্বত্রই বাড়ছে। স্বাধীন বাহন হিসেবে সাইকেলের গ্রহণযোগ্যতা রয়েছে সকলের কাছে। এবার জনপ্রিয় এই বাহনটির জন্য বীমা পলিসি চালু করলো ভারতের ডিজিটাল বীমা প্রতিষ্ঠান টফি ইন্স্যুরেন্স।

ইতিমধ্যে কোম্পানিটি দেশটির শীর্ষ সাইকেল ব্র্যান্ড হিরো ও ফায়ারফক্সের সঙ্গে পলিসি চুক্তিতে আবদ্ধ হয়েছে।

টফির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা রোহান কুমার বলেন, সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যমানের সাইকেলের জন্য বছরে ২৭০ টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। আর এটি সবার জন্য সাশ্রয়ী ও প্রদানযোগ্য। গ্রাহকরা আর্থিক সেবা পেতে এবং তাদের সাইকেলের সুরক্ষা নিশ্চিত করতে এই পলিসি সেবা গ্রহণ করছেন।

পলিসি অনুযায়ী, সাইকেলের সঙ্গে রাইডাররা নিজের জন্যও বীমা করতে পারবেন এবং বীমা দাবি দুই দিনের মধ্যে অনুমোদিত হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের মতো বীমা কোম্পানিগুলোর বাইসাইকেল জন্য বিভিন্ন পলিসি রয়েছে। কিন্তু এই পলিসির গ্রাহকদের সংখ্যা খুবই কম।