এশিয়ার বাজারে লাইফ প্রিমিয়াম সংগ্রহ কমেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: এ বছর এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে জীবন বীমা প্রিমিয়াম সংগ্রহ কমেছে। চীন, হংকং ও সিঙ্গাপুরে তিন প্রান্তিকে প্রিমিয়ামের হার ৪ শতাংশে নেমেছে।

বীমা নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ইন্স্যুরেন্স এশিয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সম্পত্তি ও ক্ষয়ক্ষতির প্রিমিয়াম ১৫ শতাংশ বৃদ্ধি পেলেও মোট ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মধ্যে লাইফ প্রিমিয়ামের মাত্রা দাঁড়িয়েছে ২ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনে লাইফ বীমার অর্থনৈতিক অবস্থা ঝুঁকিতে রয়েছে। এ বছরের প্রথম নয় মাসে দেশটির প্রিমিয়ামের হার ৮ শতাংশেরও নিচে নেমে এসেছে। অন্যদিকে সম্পত্তি ও ক্ষয়ক্ষতির প্রিমিয়ামের হার সেখানে বেড়েছে।

এদিকে হংকং এ লাইফ বীমায় প্রথম তিন প্রান্তিকে প্রিমিয়ামের হার দাঁড়িয়েছে ১০ শতাংশ। তবে চীনের প্রিমিয়ামের হারের চেয়ে সিঙ্গাপুরের প্রিমিয়ামের হারের মাত্রা ভালো অবস্থানে রয়েছে।