শিলাবৃষ্টিতে ১০ মিলিয়ন ডলার বীমা দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা বীমা কোম্পানিগুলোর কাছে ১০ মিলিয়ন ডলার বীমা দাবি করেছে। সম্প্রতি সিডনিতে ঘটে যাওয়া শিলাবৃষ্টির প্রভাবে বীমা কোম্পানিগুলো এ চাপের মধ্যে পড়ে।

এদিকে অস্ট্রেলিয়ার বীমা কাউন্সিল ভয়াবহ এই শিলাবৃষ্টিকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির পক্ষে বীমা দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার তাগিদও দেয়া হয়েছে। শিলাবৃষ্টিতে হাজারো বাসিন্দা ক্ষতির সম্মুখীন হয়েছেন। বীমা কোম্পানিগুলো দাবি পূরণের আগে গাড়ি, বাড়ি ও ব্যবসায়িক ক্ষতির মূল্যায়ন করবে।

ইতিমধ্যে ২৫ হাজারেরও বেশি বীমা দাবি দাখিল করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বীমা কাউন্সিলের মুখপাত্র ক্যাম্পবেল ফুলার বলেন, এটি কেবলমাত্র গ্রীষ্মমন্ডলীর ভয়াবহতা। এই বিপর্যয়ের ফলে ব্যাপক ক্ষতির মাত্রা বাড়তে পারে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় শিলাবৃষ্টির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরণ অত্যন্ত ব্যয়বহুল। কখনও কখনও তা এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। (ইন্স্যুরেন্স এশিয়া নিউজ)