বিদেশি বীমা কোম্পানিগুলোর নিবন্ধন দিচ্ছে মিয়ানমার

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী বছরে মিয়ানমারে বিদেশি বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছে দেশটির আর্থিক ‍নিয়ন্ত্রণ বিভাগ। সম্প্রতি ইয়াংগুনে অনুষ্ঠিত শেয়ার বাজার ও বীমা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়।

মিয়ানমারের আর্থিক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ইউ থান্ট সিন বলেন, ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে প্রসিদ্ধ বিদেশি বীমা কোম্পানিগুলোকে নিবন্ধিত করা হবে। এটি বীমা শিল্পে তথা আর্থিক খাতের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে মিয়ানমারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, বিদেশি বীমা কোম্পানিগুলো ব্যবসা করলে বীমা খাতের মান ও প্রতিযোগিতা বাড়বে।

ইউ থান্ট সিন বলেন, সরকারের এই উদ্যোগের ফলে বৈদেশিক প্রতিযোগিতার মাধ্যমে দেশের আর্থিক প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি পাবে।

ইতিমধ্যে মিয়ানমারে ১৪টি দেশের ৩১টি বিদেশি বীমা কোম্পানি সরকারের নিবন্ধন পাওয়ার অপেক্ষায় রয়েছে। যার মধ্যে লাইফ বীমা ও সাধারণ বীমা অন্তর্ভূক্ত।

এদিকে মিয়ানমারে বীমা কোম্পানি চালাতে চান এমন বিদেশি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য ১৪ মিলিয়ন মার্কিন ডলার গুণতে হবে।