বীমাখাতের সবচেয়ে ব্যয়বহুল বছর ২০১৮: আইসিএনজেড

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্স্যুরেন্স কাউন্সিল অব নিউজিল্যান্ড (আইসিএনজেড)’র তথ্য অনুযায়ী, গেল ২০১৮ সালে দেশটির বীমা কোম্পানিগুলো প্রতিকূল আবহাওয়ার কারণে ২২৬ মিলিয়নের বেশি ডলার দাবি নিষ্পত্তি করেছে।

আবহাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৯ সালের পর থেকে ২০১৮ সালকেই সবচেয়ে দুর্যোগপূর্ণ বছর হিসেবে দেখা হয়েছে। এজন্য বীমা কোম্পানিগুলোর ৩৩ হাজার ৬৪টি বীমা দাবি পূরণে ২২৬ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

আইসিএনজেড’র প্রধান নির্বাহী টিম গ্রাফ্টন বলেন, ২০১৮ সালটি নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে ব্যয়বহুল বছর। এর কারণ জলবায়ু পরিবর্তন। এটি আমাদের জীবন ও অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে গত ১০ বছরে ৭২০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ঝড়, বন্যা, খরার মতো মারাত্মক আবহাওয়ার কারণে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি বাধাগ্রস্ত করছে।

বাজার গবেষণা সংস্থা ইউএমআর’র পরিসংখ্যান অনুযায়ী, ৫৩% মানুষ জলবায়ু পরিবর্তনের বিষয়ে খুবই উদ্বিগ্ন।

গ্রাফ্টন বলেন, আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। যতো দ্রুত আমরা জলবায়ুকে মানিয়ে নিতে পারবো ততো কম আমরা ক্ষতির সম্মুখীন হবো।

এদিকে দেশটির দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। উপকূলীয় এলাকাগুলোতে আবাসিক ও বাণিজ্যিক ভবন সরিয়ে নেয়া হয়েছে।