ভারতীয়দের স্বপ্ন পূরণের হাতিয়ার লাইফ বীমা
ইন্টারন্যাশনাল ডেস্ক: এক্সাইড লাইফ ইন্স্যুরেন্সের একটি জরিপে দেখা গেছে, ভারতীয়রা লাইফ বীমাকে স্বপ্ন পূরণে হাতিয়ার হিসেবে দেখেন। কিন্তু তাদের এক তৃতীয়াংশ লোকেরই বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো ধারণা নেই।
সম্প্রতি এশিয়া ইন্স্যুরেন্স রিভিউয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের লক্ষ্যে পৌঁছাতে বীমাই ভারতীয়দের জন্য সবচেয়ে বড় অবলম্বন।
জরিপ অনুসারে, লাইফ বীমার ক্ষেত্রে বাড়ি নির্মাণে (৪৩%), শিশুর শিক্ষা (৩৮%), অবসর (৪৯%) এবং উত্তরাধিকার সৃষ্টিতে (৫০%) বিভিন্ন পলিসির মাধ্যমে তারা সঞ্চয় করেন। তবে ৩০% উত্তরদাতা স্বীকার করেছেন যে তাদের জীবন বীমা কভারের প্রয়োজনীয়তা সম্পর্কে কোন ধারণা নেই। জরিপে এও বলা হয়েছে, সন্তানের বিয়ের পরিকল্পনা করার সময় তারা নির্দিষ্ট আমানতের দিকে নজর দেন।
জরিপে বলা হয়, ৪৬% মানুষ মনে করেন তাদের বার্ষিক আয়ের ১০ গুণ বীমা কাভারেজ থাকা উচিত। তবে কেবল ২৯% মানুষের এই ধরনের কাভারেজ রয়েছে।
প্রসঙ্গত, ভারতের ১২টি শহরের প্রতিনিধিদের সমন্বয়ে 'এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স ২০১৮ মানি হাবিটস' শীর্ষক জরিপটি চালানো হয়।