ভিয়েতনামে লাইফ বীমার সমৃদ্ধ বাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভিয়েতনামের লাইফ বীমা শিল্পের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। গেল ২০১৮ সালে দেশটির লাইফ বীমায় ২৫% প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব ভিয়েতনামের (আইএভি) প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।

আইএভি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্রান ভিন্স ডাচ বলেন, আশা করছি এ বছর অর্থাৎ ২০১৯ সালে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃত্তি ৬.৮ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে।

তিনি বলেন, বীমা বিশেষ করে লাইফ বীমার চাহিদা খুব বাড়ছে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সবাই বীমার বিষয়ে যথেষ্ঠ সচেতন ও আগ্রহী। যার ফলে বীমা বাজার সমৃদ্ধ হচ্ছে।

আইএভি’র মতে, লাইফ বীমার বাজার ভালো ব্যবসা করেছে। ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গত বছর লাইফ বীমা থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় হয়েছে।

ডাচ বলেন, লাইফ বীমার কোনো তারল্য সংকট নেই। এ খাতের ২৫% সম্পত্তি বেড়েছে।