ঘূর্ণিঝড় ডেবিতে বীমাখাতের ক্ষতি ১৩০ কোটি মার্কিন ডলার
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ডেবি’র বাতাস, বন্যা ও ঝড়ের উচ্ছাসে অস্ট্রেলিয়ার বীমাখাতে ক্ষতি হয়েছে প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক পুনর্বীমা প্রতিষ্ঠান সুইস রি সম্প্রতি এই আনুমানিক হিসাব প্রকাশ করেছে।
সুইস রি এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ডেবির কারণে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে যে ক্ষতি হয়েছে এরআগে একই ধরণের ঘটনায় এতো বেশি ক্ষতি হয়নি। এবারের ঘূর্ণিঝড়ে স্থানীয় বীমা কোম্পানিগুলোর বাইরেও আন্তর্জাতিক পুনর্বীমা কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে। যার পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার।
সুইস রি গ্রুপের প্রধান অবলিখন কর্মকর্তা ম্যাথিয়াস ওয়েবার জানিয়েছেন, ধ্বংসাত্মক এই ঘূর্ণিঝড় কুইন্সল্যান্ড উপকূলের কাছাকাছি অঞ্চলে বন্যা, ঝড় ও বাতাসের দ্বারা কাঠামোগত ক্ষতি হয়েছে। তবে আমরা আমাদের গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি, যাতে তারা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে।
প্রবল বাতাসের গর্জন, তুমুল বৃষ্টি আর সাগরের জলোচ্ছ্বাস নিয়ে গত ২৮ মার্চ অস্ট্রেলিয়ায় আছড়ে পড়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘ডেবি’। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের উত্তরে ‘ক্যাটাগরি ফোর’ মাত্রার এ ঝড়ে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৩৮ হাজার মানুষ। বোয়েন ও এয়ারলি সৈকতের মধ্যবর্তী স্থানে ভূমিধস হয়।
ঝড়ের সময় কুইন্সল্যান্ড উপকূলের বিশ্বখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলো মিটারেরও বেশি। ডেবির আশঙ্কায় ২৫ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার ডারউইন শহরে ১৯৭৪ সালে ক্রিসমাসের দিনে ঘূর্ণিঝড় আঘাত হানার পর এই প্রথম এতবড় সংখ্যায় কোনো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। (সূত্র: এআইআর)