নেপালে সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করতে বিল অনুমোদন
ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালের নাগরিকদের জন্য সার্বজনীন মৌলিক স্বাস্থ্যসেবা বাস্তবায়ন করতে একটি স্বাস্থ্য বীমা বিল অনুমোদন করেছে সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) কর্তৃক উত্থাপিত বিলটি গত ১১ এপ্রিল মন্ত্রীদের কাউন্সিল অনুমোদন করেছে। খুব শিগগিরই এটি সংসদে পেশ করা হবে। হিমালয় টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
বিল অনুসারে, দেশটির নাগরিকরা যোগব্যায়াম, টিকা প্রদান, পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব, বহির্বিভাগে রোগীর যত্ন, হাসপাতালে ভর্তি রোগীর যত্ন, সার্জারি, ওষুধ, জরুরি সেবা, প্রতিকারমূলক সেবা, পুনর্বাসন, অ্যাম্বুলেন্স সেবা (এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যতীত) এবং সরকারের দ্বারা নির্ধারিত অন্যান্য সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবে।
বিলটিতে বলা হয়েছে যে, সরকারি কর্মচারী ও অভিবাসী শ্রমিকদেরকে তাদের পরিবারে সদস্যদেরকে এই স্বাস্থ্য বীমা প্রকল্পে অন্তর্ভূক্ত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে এমন ব্যক্তিদেরও তাদের পরিবারের সদস্যদের এতে তালিকাভুক্ত করতে হবে।
এতে আরো বলা হয়েছে, দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য বীমার প্রিমিয়াম বহন করবে ফেডারেল, প্রাদেশিক ও স্থানীয় সরকারগুলো। পুনর্বাসনের আশ্রয়কেন্দ্র, অনাথ, বৃদ্ধাশ্রম এবং সংশোধন কেন্দ্রগুলিকে এই প্রকল্পে অন্তর্ভূক্ত করতে হবে এবং এখানকার অক্ষম, অনাথ এবং বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য বীমা জন্য তাদের আশ্রয়স্থল মধ্যে বসবাস করতে হবে।
অনুমোদিত বিলে বলা হয়েছে, যেসব রোগীর জন্য স্বাস্থ্য অধিদফতর এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নেই এবং সেখান থেকে নির্দেশিত এসব রোগী বড় হাসপাতালগুলিতে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারে। যারা সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আছে তারাও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবে। বেসরকারি হাসপাতালগুলো এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।