আবহাওয়া সূচকভিত্তিক শস্য বীমা চালু করছে মিয়ানমার
ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের বেশ কয়েকটি অঞ্চলে পাইলট প্রকল্প আকারে আবহাওয়া সূচকভিত্তিক শস্য বীমা চালু করা হচ্ছে। ফসলের ক্ষতি থেকে কৃষককে রক্ষা করতে আজ থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কৃষি, পশুসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি ইউ মাইও টিন্ট টুন।
এরইমধ্যে মিয়ানমার এগ্রিবিজনেস পাবলিক করপোরেশন (এমএপিসিও)'র নির্বাহী ইউ ইয়েম অং এবং মিয়ানমার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএমএফসিসিআই)'র কর্মকর্তা ইউ চিট খাইং এই প্রকল্পের জন্য একটি প্রস্তাব জমা দিয়েছেন। মিয়ানমার টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
সম্পো জাপান ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় মিয়ানমার এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে এই শস্য বীমা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এমএপিসিও'র নির্বাহী ইউ ইয়েম অং। তিনি আরো বলেন, এই শস্য বীমা প্রকল্পের পলিসি শুধুমাত্র সেইসব কৃষকের কাছে বিক্রি করা হবে যাদের খামারের মালিকানা সনদ আছে।
ইউ ইয়েম অং বলেন, প্রাথমিকভাবে ধান চাষীদের জন্য আবহাওয়া সূচক ভিত্তিক বীমা প্রকল্পটি শুরু করা হবে। বৃষ্টিপাতের পরিমাণ যদি ১১২ মিলিমিটারের নিচে হয় তাহলে কৃষকরা বীমা সুবিধা পাবে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি স্ক্রুটিনি অ্যান্ড সুপারভাইজরি কমিটি'র কাছে আমরা পরিকল্পনাটি জমা দিয়েছি। অনুমোদন পাওয়ার পর পাইয়ে ও শ্বেবো'তে কার্যক্রম শুরু করব। পরবর্তীতে পরীক্ষামূলক এই প্রকল্প অন্যান্য অঞ্চল ও রাজ্যে প্রসারিত করা হবে।
ভবিষ্যতে এই প্রকল্পে বন্যা বীমা ও রোগ নিয়ন্ত্রণের ফলে পশু হত্যার জন্য বীমা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বার্ড ফ্লু'র মতো কোন রোগ যদি ছড়িয়ে পড়লে তাহলে আক্রান্ত প্রাণী হত্যা করতে হয়, এক্ষেত্রে এই বীমা বাস্তবায়ন করা হবে বলে জানান ইউ ইয়েম। প্রতিবছর দেশটির কৃষকরা বন্যার কারণে ফসলের ক্ষতির সম্মুখীন হয়।