বিশ্বব্যাপী পুনর্বীমা বাজারে ব্যবসা হারাচ্ছে লন্ডন

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বব্যাপী পুনর্বীমা বাজারে ব্যবসা হারাচ্ছে লন্ডন। সেখানকার পুনর্বীমা কোম্পানিগুলোর বাজার গ্রাস করছে অন্যান্য বাজারের কোম্পানি। উপরন্তু, বিশ্বের অন্যান্য অংশে উদীয়মান বাজার থেকেও বীমা ব্যবসা হারাচ্ছে ব্রিটিশ রাজধানী। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বোস্টন কনসাল্টিং এবং লন্ডন মার্কেট গ্রুপের প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বিশ্বের ১৬৫ বিলিয়ন মর্কিন ডলারের পুনর্বীমা বাজারে লন্ডনের লয়েড'স এবং অন্যান্য পুনর্বীমা কোম্পানির অংশ দাঁড়ায় ১২.৩ শতাংশ। এরআগে ২০১৩ সালে যার পরিমাণ ছিল ১২.৪ শতাংশ। অর্থাৎ ২০১৫ সালে এসে বিশ্ব পুনর্বীমা বাজারে লন্ডনের অংশ কমেছে।

আফ্রিকার বীমা বাজারে লন্ডনের অংশ কমে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশ, এশিয়ার বাজারে ২.৭ শতাংশ এবং ল্যাটিন আমেরিকায় ৮.১ শতাংশ। বারমুডা মত উদীয়মান কেন্দ্র যা ক্যাটাস্ট্রোফ বন্ড এবং অন্যান্য বিকল্প পুনর্বীমার প্রতি বেশি মনোযোগ প্রদান করেছে, সেখানেও প্রতিযোগিতায় লন্ডন হারাবে বলে মনে হয়।

বিশ্বের পুনর্বীমা বাজারে লন্ডনের অংশ কমে যাওয়ার কারণ ব্যাখ্যায় প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, উদীয়মান বাজারে লন্ডন বাজারের ব্র্যান্ড সাড়া ফেলতে পারেনি। আর এটা এমন সময় ঘটে যখন শক্তিশালী প্রতিযোগিতার দ্বারা বাজার পরিস্থি চ্যালেঞ্জিং হয়। (সূত্র: আইএএন)