এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্সে চীন-ইরান সমঝোতা
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে নির্মাণ ও উৎপাদন খাতে বিনিয়োগকারি চীনের কোম্পানিগুলোকে এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স সুবিধা দেবে সিনোজার খ্যাত চায়না এক্সপোর্ট অ্যান্ড ক্রেডিট ইন্স্যুরেন্স করপোরেশন। এরইমধ্যে বিষয়টি নিয়ে দু'দেশের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাইনিজ ইন্স্যুরেন্স করপোরেশনের পার্টি কমিটির সদস্য ও ভাইস-প্রেসিডেন্ট ওয়েমিন ঝা একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডেপুটি গোলাম আলী কামিয়াবের সঙ্গে সাক্ষাৎ করেন।
সমঝোতা স্মারক অনুসারে, ইরানী প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক চীনের সরকারি ও বেসরকারি কোম্পানিকে নতুন লাইনস অব ক্রেডিট (এলওসি) ব্যবহার করতে ক্ষমতা প্রদান করবে চাইনিজ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি।
সেন্ট্রাল ব্যাংক অব ইরান ও সিনোজারের যৌথ প্রচেষ্টার ফলাফল এই সমঝোতা স্মারক দু'দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং তাতে উভয় দেশই লাভবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ওয়েমিন ঝা।
সিনোজার হচ্ছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও স্টেট কাউন্সিলের প্রশাসনের অধীনে পরিচালিত একটি প্রধান সরকারি প্রতিষ্ঠান। যা এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স প্রদান করে, বিশেষ করে চীনে উচ্চ মূল্য সংযোজন পণ্য রপ্তানির জন্য বীমা কভারেজ প্রদান করেন। এছাড়া রাজনৈতিক, বাণিজ্যিক ও ঋণ ঝুঁকিও গ্রহণ করে এটি।
স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী ও দীর্ঘ মেয়াদী এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স, বিনিয়োগ বীমা, বন্ড এবং গ্যারান্টি ব্যবসা, ডেবিট ও মূলধন পুনরুদ্ধার ব্যবসা এবং ঋণ মূল্যায়ন ব্যবসা পরিচালনা করে সিনোজার। এরআগে ইরানে খনি ও শোধনাগার প্রকল্পে জন্য ক্রেডিট লাইন এবং এক্সপোর্ট ইন্স্যুরেন্স প্রদান করেছে প্রতিষ্ঠানটি। (সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন)