বিশ্বব্যাপী সাইবার ইন্স্যুরেন্সের বাজার ৩ গুণ বাড়বে

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে সাইবার ইন্স্যুরেন্সের বাজারে। আগামী ৪ বছরে বীমা কোম্পানিগুলোতে সাইবার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ৩ গুণ বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আলিয়াঞ্জ এর কর্পোরেট লাইনের প্রধান আন্ডাররাইটিং কর্মকর্তা হরিমুট মাই আশাবাদ ব্যক্ত করেন, এন্টি-হ্যাকার ইন্স্যুরেন্স বীমা কোম্পানিগুলোর বিকাশ ঘটাতে পারে এবং এই শিল্পের পরবর্তী ব্লকবাস্টার বা শক্তিশালী বিষয়ে পরিণত হতে পারে এই সাইবার ইন্স্যুরেন্স।

মিউরিক রি আনুমানিক হিসাব প্রকাশ করেছে যে, আগামী ২০২০ সাল নাগাদ সাইবার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ১০০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে উন্নীত হতে পারে। বর্তমানে সাইবার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের পরিমাণ ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার।

বেজলে'র সাইবার ইন্স্যুরেন্স প্রধান পল বান্টিকের মতে, বিগত কয়েক বছর ধরে সাইবার ঝুঁকি একটি বোর্ডরুম সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ভেরিজন প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে, ২০১৬ সালে র‌্যানসমওয়ার ঘটিত সাইবার হামলা ৫০ শতাংশ বেড়েছে এবং পৃথক ভোক্তাদের আক্রমনের পর সাইবার অপরাধীরা এখন ক্রমেই ঝুঁকিপূর্ণ সংগঠন ও ব্যবসায় আক্রমনের দিকে আগাচ্ছে। (সূত্র: আইএএন)