জেনারেল রিইন্স্যুরেন্সকে ভারতে শাখা খোলার অনুমোদন
ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পুনর্বীমা প্রতিষ্ঠান জেনারেল রিইন্স্যুরেন্স ভারতে শাখা খুলে ব্যবসা করার অনুমোদন পেয়েছে। দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই সম্প্রতি প্রতিষ্ঠানটিকে মুম্বাইয়ের একটি শাখা খোলার জন্য আর৩ লাইসেন্স তথা কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া থেকে অনুমোদন পাওয়ায় জেনারেল রিইন্স্যুরেন্সকে আর দেশটির বাইরে থেকে অবলিখন ও ঝুঁকি ব্যবস্থাপনা করতে হবে না বরং স্থানীয়ভাবে অবলিখন এবং ঝুঁকি ব্যবস্থাপনা মূল্যাবধারণ প্রদান করতে পারবে।
আইআরডিএআই প্রদত্ত লাইসেন্স অনুসারে, আমেরিকান এই রিইন্স্যুরেন্স কোম্পানির মুম্বাই শাখার প্রধান নির্বাহীর ভূমিকা গ্রহণ করবেন এবং শাখা পরিচালনা করবেন ভেঙ্কটেশ চক্রবর্ত্তী। অন্যদিকে সম্পত্তি / দুর্ঘটনা ব্যবসা পরিচালনা করবেন নিখত খান।
প্রতিষ্ঠানটি এরইমধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিগত ১৫ বছর ধরে ভারতীয় বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে। অতি সম্প্রতি মুম্বাইয়ের স্থানীয় সাপোর্ট সার্ভিস কোম্পানির মাধ্যমে ব্যবসা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
জেনারেল রিইন্স্যুরেন্সের নির্বাহী বোর্ডের পরিচালক উইনফ্রেড হেনেন বলেন, রিইন্স্যুরেন্স ব্রাঞ্চ প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, ভারতীয় বাজারের বিশাল সম্ভাবনাকে এই কোম্পানি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
জেনারেল রিইন্স্যুরেন্স করপোরেশন (জেনারেল রিইন্স্যুরেন্স/ জেন রি) হচ্ছে আমেরিকান বহুজাতিক সম্পত্তি/ দুর্ঘটনা এবং জীবন/ স্বাস্থ্য পুনর্বীমা কোম্পানি। যা বিশ্বব্যাপী পুনর্বীমা পণ্য ও সেবা প্রদান করে। ১৮৪৬ সালে এটি প্রতিষ্ঠিত।
জেন রি'র সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের স্ট্যামফোর্ডে। কারা রাইগুয়েল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৬ সাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন। বার্কশায়ার হাটওয়ে এর মূল প্রতিষ্ঠান। (সূত্র: আইএএন, বিডব্লিউ, আইআই)