বিদেশি পুনর্বীমা কোম্পানির বাধানিষেধ তুলে নিল আর্জেন্টিনা
ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদেশি পুনর্বীমা কোম্পানির ওপর থেকে বাধানিষেধ তুলে নিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এখন থেকে দেশটিতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা সুপারিনটেনডেন্স অব ইন্স্যুরেন্স (এসএসএন) সম্প্রতি পুনর্বীমা কাঠামো সংশোধন করেছে।
নিয়ন্ত্রক সংস্থার এই পরিবর্তন বিদেশী পুনর্বীমা কোম্পানিগুলোকে আরও ঝুঁকি নিতে অনুমোদন দেবে। পাশাপাশি স্থায়ী প্রতিনিধিত্বের জন্য বিদেশী পুনর্বীমা কোম্পানিগুলোকে আর্জেন্টিনার পাবলিক রেজিস্ট্রি অব কমার্সে নিবন্ধীকরণের শর্তও বাদ দেয়া হয়েছে।
আর্জেন্টিনায় ব্যবসা পরিচালনা করতে ইচ্ছুক বিদেশি পুনর্বীমা কোম্পানিগুলোকে এসব ছাড় দিলেও তাদের প্রয়োজনীয় সম্পদের পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্টক কোম্পানির বিগত ৩ বছরের ক্রেডিট রেটিংগুলোর প্রমাণ দাখিল করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, ল্যাটিন আমেরিকাতে ব্যবসা পরিচালনাকারি বীমা / পুনর্বীমা কোম্পানির জন্য এই উন্নয়ন উপকারী হবে। কারণ এটি বিদেশি পুনর্বীমা/ বীমা মূলধনের বর্ধিতপ্রবাহের পথ তৈরি করেছে, যা ব্যাপকতর পণ্য নির্বাচন এবং বাড়তি বীমা পেনেট্রেশনের মাধ্যমে বাজারকে পুনরুজ্জীবিত করতে পারে।
বিশ্লেষকরা বলছেন যে, অর্থনৈতিক সংরক্ষণবাদের দোলনের মাঝেও আর্জেন্টিনার বীমা নিয়ন্ত্রক সংস্থার বিপরীতমুখী এই পদক্ষেপ একটি ইতিবাচক বিকাশ, যা ভূতাত্ত্বিক উদ্বেগ সত্ত্বেও বীমা শিল্পের বৃদ্ধিকে উৎসাহিত করবে। (সূত্র: আইবি)