ভারতের নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহে ১৬% প্রবৃদ্ধি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের নন-লাইফ বীমাখাতে গত এপ্রিলে প্রিমিয়াম সংগ্রহে ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটিতে প্রিমিয়াম আয় বেড়ে দাঁড়িয়েছে ১২২.০৬ বিলিয়ন রুপি বা ১.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমন্টে অথরিটি (আইআরডিএআই) এ তথ্য প্রকাশ করেছে।
নিয়ন্ত্রক সংস্থার তথ্যে দেখা গেছে, গত এপ্রিলে দেশটির বেসরকারি খাতের নন-লাইফ বীমা কোম্পানিগুলো গ্রস রিটেন প্রিমিয়াম (জিডব্লিউপি) সংগ্রহের দিক দিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে ছাড়িয়ে গেছে।
২০১৭ অর্থ বছরে নন-লাইফ বীমাখাতে গ্রস রিটেন প্রিমিয়াম (জিডব্লিউপি) সংগ্রহে সর্বোচ্চ ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে।
ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর সনদ কুমার জানিয়েছেন, বেসরকারি খাতের নন-লাইফ বীমা কোম্পানিগুলো ২৭.৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি নন-লাইফ বীমা কোম্পানি প্রবৃদ্ধি অর্জন করেছে ৫.৪২ শতাংশ। মূলত কৃষি বীমা ব্যবসা বর্ধিত করায় বেসরকারি খাতে এই প্রবৃদ্ধি হয়েছে, যুক্ত করেন তিনি।
এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স'র ম্যানেজিং ডাইরেক্টর ও চীফ এক্সিকিউটিভ পুশন মহাপাত্রের মতে, বীমাকারীদের জন্য এপ্রিল খুবই ভালো মাস। এসময়ে বিভিন্ন চ্যানেলে ভালো ব্যবসা সংগ্রহ হয়। (তথ্য সূত্র: আইএএন)