ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করছে থাইল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে যাচ্ছে থাইল্যান্ড।এরইমধ্যে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে। খুব শিগগিরই এটি চূড়ান্ত ও কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস মন্ত্রণালয়।

থাইল্যান্ডকে ভ্রমণ পিপাসুদের কেন্দ্রস্থলে পরিণত করতে ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস মন্ত্রণালয় কাজ করছে। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের একটি কমিটি খসড়া প্রস্তাবনাটি তৈরি করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি ন্যাশনাল ট্যুরিজম পলিসি কমিশনের নিকট এটি পাঠানো হবে।

এটি কার্যকর হলে ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া কোন বিদেশি পর্যটক থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে না। এদিকে বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ব্যাংকক পোস্ট'কে জানিয়েছেন, ট্রাভেল ইন্স্যুরেন্সের শর্তাদি থাইল্যান্ড ভ্রমণে পর্যটকদের বাধা হিসেবে দেখা দেয়া উচিত হবে না।

প্রস্তাবনা গৃহীত হওয়ার পর বিভিন্ন বীমা পলিসি এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে ইন্স্যুরেন্স কমিশন।এরমধ্যে একটি নির্দেশনা হচ্ছে, আন্তর্জাতিক বিমান বন্দর ও সীমান্ত চৌকিতে ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন।

এরআগে ২০১৬ সালে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করার প্রস্তাব করে ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়, ক্রমবর্ধমান পর্যটকদের নিরাপত্তা ও কল্যাণ তত্ত্বাবধান করার মতো প্রয়োজনীয় জনবল নেই মন্ত্রণালয়ে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, থাইল্যান্ডে ভ্রমণকালে কোন পর্যটক আহত হলে তার চিকিৎসা খরচ হাসপাতাল বহন করে থাকে, বিশেষ করে যাদের চিকিৎসা খরচ বহনের কোন উপায় থাকে না।