থাইল্যান্ডে সাবেক বীমা কর্মীর ৩৫ বছরের কারাদণ্ড
ইন্টারন্যাশনাল ডেস্ক: ফেসবুকে ছবি ও স্ট্যাটাস মেসেজ পোস্ট করায় সাবেক একজন বীমা কর্মীকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের সামরিক আদালত। বীমা কর্মীর ওই ফেসবুক পোস্টকে থাই রাজ্যের জন্য অবমাননাকর বলে মনে হওয়ায় শুক্রবার আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সাবেক ওই বীমা কর্মীর নাম ভিখাই থিপওয়ং, বয়স ৩৪। ২০১৫ সালে ফেসবুকে তিনি ১০টি ছবি ও স্ট্যাটাস মেসেজ পোস্ট করেন। এরপরই তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে ৭০ বছরের কারাদণ্ড দেয়া হলেও পরবর্তীতে তার শাস্তি অর্ধৈক কমিয়ে আনা হয়।
থাইল্যান্ডের আইন পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্য অনুসারে, ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত ৭৩ জনের বিরুদ্ধে রাজকীয় মানহানি আইনের অধীনে মামলা দায়ের করেছে দেশটির সামরিক সরকার।
এরমধ্যে সর্বশেষ ভিখাই থিপওয়ং কে দেয়া শাস্তিই সবচেয়ে বেশি কঠোর। এরআগে ২০১৫ সালে একটি মামলার রায়ে ৩০ বছরের দণ্ডাদেশ দেয় সামরিক আদাল। থাইল্যান্ডের ফৌজদারি আইনের ১১২ ধারায় রাজ্যের অবমাননার বিষয়ে বলা হয়েছে।
ভিখাই এর অ্যাটর্নি এবং থাই ল'য়ার ফর হিউম্যান রাইটস এর সদস্য খুমকলা সংসনবোন জানান, তার ক্লায়েন্ট আপীল আবেদনের পরিকল্পনা করছেন না। "তিনি মামলা শেষ করতে চান, এবং রাজকীয় ক্ষমা জন্য আবেদন করতে চান," আইনজীবী বলেন। (সূত্র: সিএনএ)