সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবারের মতো বীমা কোম্পানিতে প্রশাসক নিয়োগ করেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) । ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি লাইফ বীমা কোম্পানি সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সে এ প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
কোম্পানিটির কর্মকাণ্ডে বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ ক্ষুন্ন হতে পারে এরূপ বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এরই প্রেক্ষিতে আইআরডিএআই'র জেনারেল ম্যানেজার আর কে শর্মাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
বীমা আইন, ১৯৩৮ অনুসারে সাহারা ইন্ডিয়া লাইফের ব্যবসা পরিচালনা করবেন প্রশাসক। প্রযোজ্য বিধি অনুসারে ক্ষমতা প্রয়োগ করবেন এবং সে অনুসারে তিনি দায়িত্ব পালন করবেন। যেকোন প্রয়োজনে তিনি নিয়ন্ত্রণ সংস্থার পরামর্শের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া নির্দেশনা অনুসারে নিয়মিত নিয়ন্ত্রক সংস্থায় প্রতিবেদন দাখিল করবেন আর কে শর্মা।
সাহারা ইন্ডিয়া লাইফের প্রশাসনিক কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ দেখা দেয়ার পর ২০১৫ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়, এতে কোম্পানিটির ব্যবসায়িক ও আর্থিক অবস্থার অবনতি পরিলক্ষিত হয়। কোম্পানিটি নির্দেশনা অনুসারে এর ব্যবসায়িক পরিকল্পনা দাখিল করেনি বলে উল্লেখ করেছে আইআরডিএআই।
ভারতীয় বীমাখাতের এই নিয়ন্ত্রক সংস্থা আরো জানিয়েছে, সাহারা ইন্ডিয়া লাইফের চেয়ারম্যান সুব্রত রায় বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন এবং লোকজন কোম্পানিতে যোগ দিতে ইচ্ছুক ছিল না। এর প্রতিক্রিয়ায় সাহারার লাইফ ইন্স্যুরেন্স জানায়, কোম্পানির চেয়ারম্যানের অনুপস্থিতি এর বোর্ডের সিদ্ধান্তকে কখনও প্রভাবিত করেনি।
লাক্ষ্ণৌ ভিত্তিক সাহারা ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স হল বেসরকারি খাতের প্রথম সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন লাইফ বীমা কোম্পানি। যা ২০০৪ সালে ১৫৭ কোটি রুপি প্রাথমিক পরিশোধিত মূলধন নিয়ে চালু হয়। এটি সুব্রত রায় পরিচালিত সাহারা পেরিয়র গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। (সূত্র: ইকোনমিক টাইমস, হিন্দু বিজনেস লাইন, ফার্স্ট পোস্ট)