বিদেশে বিনিয়োগ বাড়াবে চীনের বীমা কোম্পানিগুলো

ইন্টারন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে চীনের বীমা কোম্পানিগুলো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হওয়ায় এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির বৃহৎ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ ব্যবস্থাপকরা।

স্ট্যান্ডার্ড লাইফ ইনভেস্টমেন্টস পরিচালিত এক জরিপে দেখানো হয়েছে যে, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে চীনের প্রায় ৬৪ শতাংশ বীমা কোম্পানি আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে।

এদিকে বৈদেশিক বিনিয়োগে যেসব বিধি-নিষেধ রয়েছে ২০১৪ সাল থেকে তা শিথিল করার পরিকল্পনা রয়েছে চীনের। এরইমধ্যে বিদেশে বিকল্প বিনিয়োগের বরাদ্দ বাড়ানোর জন্য দেশটির বৃহৎ বীমা কোম্পানিগুলোকে উৎসাহিত করা হয়েছে।

চীনের বৃহৎ ইন্স্যুরেন্স গ্রুপগুলোর অন্যতম নিউ চায়না লাইফ'র বিনিয়োগ প্রধান চেন ইজিয়াং ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, এ বছর বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমে এসেছে। তাই আগামী বছর বীমা কোম্পানিগুলোর বৈদেশিক বরাদ্দ সহজ করবে নিয়ন্ত্রক সংস্থা।

চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) বীমা কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগ করার জন্য মোট সম্পদের ১৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ রাখার অনুমোদন দেয়।