২০৩২ সালের মধ্যে ভারত হবে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বীমা বাজার
ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী দশ বছরের মধ্যে ভারত হতে পারে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বীমা বাজার। বীমা নিয়ন্ত্রকের নজরদারি এবং অর্থনীতিতে বিস্তৃতির কারণে ভারতে বীমা বাজার সম্প্রসারণ হতে পারে বলে মনে করছে সুইস রি ইনস্টিটিউট। দ্যা হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।
সুইস রি ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে ভারতে মোট বীমা প্রিমিয়াম সংগ্রহ বার্ষিক ১৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে। যা আগামী দশ বছরে বা ২০৩২ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম বীমা বাজার হিসাবে আবির্ভূত হবে। ২০২১ সালে ভারত বিশ্বের বৃহত্তম বীমা বাজারে দশম স্থানে রয়েছে। তবে আগামী দশ বছরে প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধির কারণে এটি ষষ্ঠ অবস্থানে আসবে।
সুইস রি ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে, বীমা প্রিমিয়াম সংগ্রহ ২০২২ সালে ৬.৬ শতাংশ বৃদ্ধি পাবে। একই সময়ে ২০২৩ সালে এটি ৭.১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, যদি নিয়মিত বৃদ্ধির হার বিবেচনায় নেওয়া হয় তবে ২০২২ সালে প্রথমবারের মত বীমা প্রিমিয়াম ১০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে পারে।
করোনার পর নন-লাইফ ইন্স্যুরেন্স খাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। মানুষ এখন বৃহৎ পরিসরে বীমা পলিসি কিনতে শুরু করেছে। এতে বীমা খাতের ব্যাপক প্রসার ঘটছে।
সুইস রি ইনস্টিটিউটের রিপোর্ট আরো বলা হয়েছে, ২০২২ সালে ভারতের অর্থনীতি হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। এ সময়ে ভারতের বীমা খাতের পরিধিও বাড়বে। স্বাস্থ্য বীমা সম্পর্কে মানুষের সচেতনতাও ক্রমাগত বাড়ছে। লোকেরা এখন আরও বেশি করে বীমার প্রতি আগ্রহী হচ্ছে এবং তাদের প্রিয়জনের ভবিষ্যত সুরক্ষিত করছে।