ওমরাহ বীমা বাধ্যতামূলক করেছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক: হজের পর এবার ওমরাহ পালনেও বীমা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ পালনকারীদের জন্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে। বীমার প্রিমিয়াম ভিসার মূল্যে অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে ওমরাহ পালনকারীদের ব্যাপক বীমা কাভারেজ দেয়া যাবে বলে আশা করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্যা সিয়াসাত ডেইলি এ খবর দিয়েছে।

গত শনিবার (২২ অক্টোবর) হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টুইটার একাউন্ট থেকে এই ঘোষণা দেয়া হয়। টুইটে বীমা কাভারেজের চারটি বিষয় সংক্ষিপ্ত করে বলা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, কোভিড, সাধারণ দুর্ঘটনা ও মৃত্যু এবং ফ্লাইট বাতিল বা বিলম্ব ইত্যাদি বিষয়ে বীমা কাভারেজ প্রদান করা হবে বলে টুইটে জানানো হয়।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বীমা পলিসি সুবিধার মূল্য নির্ধারণ করেছে ১ লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশী টাকায়  প্রায় ২৭ লাখ টাকা।

মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৯ অক্টোবর পর্যন্ত গত তিন মাসে বিশ্বের ১৭৬ দেশ থেকে ওমরাহ পালনে আগ্রহীদের প্রায় ২ মিলিয়ন ভিসা দেয়া হয়েছে। চলতি বছরের আগস্টের শুরু থেকে হজ ও ওমরাহ পালনের জন্য সব ধরণের ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।