কাতার ইন্স্যুরেন্সের শাখা বন্ধ হচ্ছে আবুধাবিতে
ইন্টারন্যাশনাল ডেস্ক: আবুধাবিতে অবস্থিত কাতার ইন্স্যুরেন্সের শাখা বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। গতকাল সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ বলছে, এই অঞ্চলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতার ইন্স্যুরেন্সের পক্ষে আবুধাবি শাখার লাইসেন্স নবায়ন করা সম্ভব নয়।
কাতারের সঙ্গে গত ৫ জুন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরই রাজনীতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, আবুধাবিতে ২০০২ সাল থেকে শাখা খুলে ব্যবসা পরিচালনা করছে কাতার ইন্স্যুরেন্স। প্রতি বছর প্রায় ১১০ মিলিয়ন রিয়াল (৩০.১ মিলিয়ন মার্কিন ডলার) গ্রস প্রিমিয়াম অবলিখন করে কোম্পানিটি। (সূত্র: এমইআইআর)