ডিজিটাল ইন্স্যুরেন্স কোম্পানি চালু করছে ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবারের মতো দেশে ডিজিটাল ইন্স্যুরেন্স কোম্পানি চালু করতে যাচ্ছে ভারত। এরইমধ্যে দু'টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) ।
একো এবং ডিজিট নামে প্রযুক্তি নির্ভর কোম্পানি দু'টি ভারতে নন-লাইফ বীমাখাতে ব্যবসা পরিচালনা করবে। সাধারণভাবে গ্রাহকদের বহুল ব্যবহৃত ই-কমার্স সেবার অভিজ্ঞতা এখানে অনুকরণ করবে কোম্পানি দু'টি। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুসারে, একো ইন্স্যুরেন্স একমাত্র ডিজিটাল নন-লাইফ বীমা প্রতিষ্ঠান। নারায়ণ মুঠ এর ক্যাটমারানান ভেঞ্চার্স এর সহযোগিতায় প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন অনলাইন ইন্সুরেন্স ব্রোকারেজ 'কভারফক্স' এর প্রতিষ্ঠাতা বরুণ দুয়া।
বরুণ দুয়া জানিয়েছেন, একো মোটরসাইকেল এবং স্বাস্থ্য বীমার মত পণ্যের বীমা কভারেজে ঝুঁকিভিত্তিক মূল্য গ্রহণ করবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে নির্দিষ্ট পণ্যে একই পরিমাণ মূল্যের কৌশল অবলম্বন করবে। ডিসেম্বরের মধ্যেই বীমা বিক্রি শুরু করার পরিকল্পনা করেছে একো।
অন্যদিকে ডিজিট ইন্স্যুরেন্স কোম্পানি চালু করছেন ভারতের বাজাজ অ্যালিয়েঞ্জ এর প্রাক্তন প্রধান কামেশ গয়াল এবং এতে সহযোগিতা করেছে ফেয়ারফ্যাক্স গ্রুপ।
ডিজিট ইন্স্যুরেন্স জানিয়েছে, কোম্পানিটি প্রাথমিকভাবে কৌশলগত অংশীদারদের মাধ্যমে ভারতের বীমা বাজারে ব্যবসা শুরু করতে যাচ্ছে। আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে তাদের পণ্য ও সেবা কার্যক্রম শুরু করবে।
ডিজিট ইন্স্যুরেন্স এইমধ্যে ৩৫০ কোটি রুপি মূলধন সংগ্রহ করেছে। ভারতে এরআগে এতো বেশি মূলধন নিয়ে কোন বীমা কোম্পানি ব্যবসা শুরু করেনি।
অন্যদিকে একো ২০০ কোটি রুপি মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে। এই মূলধনের মধ্যে ৪৮ শতাংশ এসেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে।