তাইওয়ান ছাড়ছে ব্রিটিশ বীমা কোম্পানি এভিভা

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানের বীমা বাজার ছেড়ে যাচ্ছে ব্রিটিশ কোম্পানি এভিভা। ফার্স্ট-এভিভা লাইফ ইন্স্যুরেন্স নামে তাইওয়ানে স্থানীয় যৌথ উদ্যোগে গড়ে তোলা প্রতিষ্ঠানটির অংশ বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে এভিভা।

এরইমধ্যে প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ শেয়ার ব্রিটিশ অংশীদারির কাছ থেকে প্রতীকী মূল্য ১ মার্কিন ডলার দিয়ে কিনে নেয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ফার্স্ট ফিনান্সিয়াল হোল্ডিংস।

ফিনান্সিয়াল সুপারভাইজরি কমিশন (এফএসসি) এভিভা'র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মূলত কম লাভজনক বাজার থেকে বের হয়ে আসার কৌশলের অংশ হিসেবেই তাইওয়ান ছেড়ে যাচ্ছে এভিভা।

ইন্স্যুরেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল সাই লি লিং এর মতে, বীমা কোম্পানিটি বৃহত্তর বাজারে তার শক্তি নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে প্রতিষ্ঠানটি তার প্রতিযোগিতার পূর্ণ সুযোগ নিতে পারে।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফার্স্ট-এভিভা লাইফ ইন্স্যুরেন্স লোকসান গুণে আসছে। চলতি বছরের প্রথমার্ধের হিসাব অনুসারে, প্রতিষ্ঠানটির লোকসান দাঁড়িয়েছে ৫৭.৭২ মিলিয়ন নিউ তাইওয়ান ডলার বা ১.৯১ মিলিয়ন মার্কিন ডলার।

তাইওয়ানই একমাত্র বাজার নয় যেখান থেকে এভিভা বের হয়ে আসছে। এ ছাড়াও সাউথ কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং রাশিয়ার বীমা বাজার থেকেও বেরিয়ে আসছে এভিভা। (সূত্র: আইএএন)