কৃষি বীমা চালু করছে ওমান
ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষি বীমা চালু করতে যাচ্ছে ওমান। দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ) আজ থেকে এ প্রকল্পের কাজ করছে। চাষাবাদের ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষা এবং ভালো মাত্রার উৎপাদন বজায় রাখতে এ কর্মসূচি হাতে নিয়েছে ওমান।
ক্যাপিটাল মার্কেট অথরিটিসহ মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড ফিসারিজ, ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওমান রিইন্স্যুরেন্স কোম্পানি ও ওমান ইন্স্যুরেন্স সোসাইটি দেশটির কৃষকদের সঙ্গে বৈঠক করে এবং তাদের পরামর্শের ভিত্তিতে কৃষি বীমার পণ্য চালু করবে।
কৃষিকাজ ও পশু পালনের জন্য বীমা পলিসি চালুর সুবিধা-অসুবিধা যাচাই এবং বীমা কভারেজের বিভিন্ন মাত্রার সম্ভাব্যতা চিহ্নিত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এছাড়াও কৃষি বীমা চালু করতে বেশ কিছু প্রশাসনিক কার্যালয় পরিদর্শন করেছে একটি সচেতনতা কমিটি। (সূত্র: এমইআইআর)