স্বাস্থ্য বীমার আওতায় ভিয়েতনামের ৮২% নাগরিক

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্বাস্থ্য বীমার আওতায় আসা ভিয়েতনামের নাগরিকদের সংখ্যা ৮২ শতাংশ ছাড়িয়ে গেছে। চলতি বছরেই এ সংখ্যা ৮৩ শতাংশ ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্প্রতি হ্যানয়ে অনুষ্ঠিত ১৪তম জাতীয় সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন ঝুয়ান ফুক।

ভিয়েতনাম সরকার ১৩টি আর্থ-সামাজিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যেগুলো এ বছরই অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। দেশটির এসব আর্থ-সামাজিক লক্ষ্যমাত্রার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য বীমা কভারেজের এই চিত্র।

স্বাস্থ্য বীমা ছাড়াও অন্যান্য আর্থ-সামাজিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে- চলতি বছরের মধ্যে জিডিপি'র ৩৩.৪২ শতাংশ উন্নয়ন বিনিয়োগ, রপ্তানিতে ১৪.৪ শতাংশ অগ্রগতি এবং বাণিজ্য ঘাটতি ১.৫ শতাংশে নামিয়ে আনা।

প্রধানমন্ত্রী আরো জানান, ভিয়েতনামে এ বছর সামাজিক বীমা কার্ডধারীর অনুপাত দেশের সর্বমোট জনসংখ্যার ৮৫.২ শতাংশে পৌঁছাবে। এছাড়া প্রতি ১০ হাজার মানুষের জন্য হাসপাতলে ২৫.৫টি শয্যার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫.৭টিতে পৌঁছাবে।

সার্বিকভাবে ২০১৮ সালের জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার সাধারণ রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী নুয়েন ঝুয়ান ফুক। যার মধ্যে রয়েছে, গড় ভোক্তা মূল্য সূচক প্রায় ৪ শতাংশসহ জিডিপিতে ৬.৫-৬.৭ শতাংশ অগ্রগতি। (সূত্র: আইএএন)