বীমার টাকা পেতে প্রেমিককে হত্যা, প্রেমিকার মৃত্যুদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমার টাকা পেতে প্রেমিককে হত্যা করেছেন এক প্রেমিকা। এ ঘটনায় প্রেমিকার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সম্প্রতি জাপানের প্রাচীন রাজধানী কিওটোতে ঘটনাটি ঘটেছে।

'ব্লাক উইডো' নামে পরিচিত ৭০ বছর বয়সী ওই প্রেমিকার নাম চিসাকো কাকেহি। প্রেমিকের লাইফ বীমার ১ বিলিয়ন ইয়েন তথা ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার পেতে পানীয়র সঙ্গে সায়ানাইড মিশিয়ে প্রেমিককে হত্যা করেন কাকেহি।

কিওটো ডিস্ট্রিক্ট কোর্ট ৩ জনকে হত্যার দায়ে কাকেহির মৃত্যুদণ্ড দিয়েছেন। তার হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে একজন তার স্বামী। বেশি বয়সী ও অসুস্থ বিত্তশালী ব্যক্তিরা কাকেহির লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আদালত।

মাকড়সা প্রজাতিতে যেমন মিলনের পর পুরুষ সঙ্গীকে তার স্ত্রী সঙ্গী হত্যা করে, তেমনিভাবে প্রেমিককে বিষ পান করিয়ে হত্যা করে কুখ্যাতি অর্জন করেন কাকেহি। এরপরই গণমাধ্যমে তার ডাকনাম দেয়া হয় ‘ব্লাক উইডো’।  

গত জুলাইয়ে বিচার চলাকালে আদালতকে চিসাকো কাকেহি বলেছেন, আগামীকাল যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবো। এএফপি এ তথ্য জানিয়েছে। ৫শ'র বেশি মানুষ তার বিচারকার্য দেখতে আদালতে ভিড় জমান।

বিয়ের এক মাস পরে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর ৪র্থ স্বামী ইসো কাকেহিকে হত্যার দায়ে অভিযুক্ত হন চিসাকো কাকেহি। এছাড়া আরো দু'জন প্রেমিককে হত্যা এবং একজনকে হত্যাচেষ্টার দায়ে তিনি অভিযুক্ত হন। ২০১৪ সালের নভেম্বরে প্রথমবারের মতো আটক হন কাকেহি।
চিসাকো কাকেহি ২৪ বছর বয়সে প্রথম বিয়ে করেন। এরপর স্বামীর সঙ্গে ওসাকায় একটি ফেব্রিক-প্রিন্টিং কোম্পানি চালু করেন। কিন্তু ১৯৯৪ সাল তার স্বামীর মৃত্যুর পর তার ব্যবসা দেউলিয়া হয়ে যায়। এসময় ঋণ পরিশোধ করতে তার বাড়িটিও হারাতে হয়।

এরপর ম্যাচমেকিং সার্ভিস এ রেজিস্ট্রেশন করে যাদের বাৎসরিক আয় ১০ মিলিয়ন ইয়েনের বেশি এমন বিত্তশালী ব্যক্তির সঙ্গে বিবাহ করতে চান কাকেহি। তিনি ১০ জনকে বিয়ে করেন বা তাদের সঙ্গে বাস করেন। এভাবে তিনি ১ বিলিয়ন ইয়েন সম্পদের মালিক হন। কিন্তু শেয়ারবাজারে বিনিয়োগ করে তিনি লোকসানে পড়েন।