মার্ডার ইন্স্যুরেন্স চালু!
ইন্টারন্যাশনাল ডেস্ক: আত্মরক্ষায় ব্যবহৃত বন্দুকধারীদের বীমা সুবিধা দিচ্ছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) । মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী আলটান্টায় এই বীমা চালু করা হয়েছে। সমালোচকরা এই বীমাকে "মার্ডার ইন্স্যুরেন্স" বলে আখ্যা দিয়েছেন।
বন্দুক নিয়ন্ত্রণ সমর্থনকারীরা বলছেন, এই বীমা সুবিধা মানুষকে আরো সহিংস করে তুলতে পারে। বন্দুক মালিকরা সহসাই প্রথমে গুলি চালাতে শুরু করবে এবং পরবর্তীতে হত্যাকাণ্ড বা গুলির বিষয়ে প্রশ্নের মুখোমুখি হলে নিরাপত্তার মিথ্যা ধারণা দেয়ার চেষ্টা করবে।
সমালোচকরা বলছেন, এই বীমা সুবিধা বন্দুকধারীদের ব্যক্তিগত দায়বদ্ধতা এবং সুরক্ষা বৃদ্ধির পরিবর্তে প্রতিশোধ গ্রহণে উৎসাহ দেবে এবং এর পরিণাম সম্পর্কে তারা চিন্তা করবে না। জাতিগত বৈষম্যের ওপর ভিত্তি করে এটি বাজারজাত করা হচ্ছে বলেও তারা মনে করছেন।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের নতুন এই বীমা সুবিধার কঠোর সমালোচনা করতে প্রচারণা শুরু করেছে বন্দুক নিয়ন্ত্রণ গোষ্ঠী "গাসন ডাউন"। গত বছরই গঠন করা হয়েছে এই বন্দুক নিয়ন্ত্রণ গোষ্ঠী। এনআরএ'র প্রস্তাবের বিরুদ্ধে গঠিত এটিই সর্বশেষ গ্রুপ।
গানস ডাউন এর পরিচালক ইগর ভলস্কি বলেন, এটাকে "মার্ডার ইন্স্যুরেন্স" বলে আমার দাবি করার কারণ হচ্ছে- যদি আমরা এর বাজারজাত করণের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রকৃতপক্ষেই এর বিক্রি সব দিক থেকে হুমকিসরূপ। এনআরএ'র বেশিরভাগ সদস্যই সাদা রঙের এবং এটি কালো, বাদামী ও অন্যান্য রঙের মানুষদের জন্য হুমকি।
সুতরাং যখন সার্বিকভাবে এই হুমকি থেকে নিজেকে রক্ষার জন্য আপনার বন্দুক ব্যবহার করা অনিবার্য হয়ে উঠবে, তখন আপনাকে রক্ষার জন্য রয়েছে এই বীমা সুবিধা- যুক্ত করেন গানস ডাউন এর পরিচালক ইগর ভলস্কি।
এনআরএ'র মাধ্যমে গত বসন্তে এই বীমা চালু করে ক্যারি গার্ড। বেসামরিক সুরক্ষার ক্ষেত্রে এই বীমা পলিসির মূল্য মাসে ১৩.৯৫ মার্কিন ডলার থেকে ২ লাখ ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত এবং অপরাধ প্রতিরক্ষায় এর মূল্য ৫০ হাজার মার্কিন ডলার। এক মাসের জন্য "গোল্ড প্লাস" পলিসির মূল্য ৪৯.৯৫ মার্কিন ডলার।
এই বীমা পলিসির আওতায় বেসামরিক সুরক্ষায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার এবং অপরাধ সুরক্ষায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান করা হয়। এক্ষেত্রে আদালত যদি রায় দেয় যে, আত্মরক্ষায় বৈধভাবে গুলি করা হয়েছে তাহলেই কেবল এই কভারেজ কার্যকর থাকবে।
এনআরএ-ই একমাত্র বন্দুক তদবির প্রতিষ্ঠান নয়, যারা এ ধরণের বীমা চালু করেছে। ক্যারি এসোসিয়েশন অনেক বেশি সময় ধরে বীমা ব্যবসা করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র গোপন রেখেছে। বেসামরিক প্রতিরক্ষায় এই বীমা ২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত এবং অপরাধমূলক প্রতিরক্ষায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রদান করে।
তবে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন দেশের সবচেয়ে উল্লেখযোগ্য বন্দুক অধিকার গোষ্ঠী এবং এটি আগেও এ ধরণের বীমা প্রস্তাব করেছে। ক্যারি গার্ড আরও ব্যাপক এবং এটি আগে তুলনায় আরো আক্রমনাত্মকভাবে বাজারজাত হচ্ছে। এটি এমন একটি পলিসির প্রতি মনোযোগ আকর্ষণ করছে যা এখন পর্যন্ত অস্পষ্ট। (সূত্র: ডব্লিউএসবি রেডিও)