বিআইএ’র নির্বাচন ২০২৫-২০২৬

অবৈধ কমিশন বন্ধ করা হবে আমার প্রথম উদ্যোগ: হাসান তারেক

নিজস্ব প্রতিবেদক: অবৈধ কমিশন বন্ধ করাকেই বীমা খাতের প্রধান সমস্যা হিসেবে মনে করছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাচনে নন-লাইফ বীমা খাতের প্রার্থী ও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক।

একইসাথে কারো ব্যক্তি স্বার্থে নয়, বিআইএ যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বীমা খাতের উন্নয়নে কাজ করতে পারে- নির্বাচিত হলে সে লক্ষ্যেই কাজ করতে চান হাসান তারেক।

ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সাথে আলাপকালে বিআইএ’র নির্বাচনে বিজয়ী হলে বীমা খাতের সংস্কারে কি কি উদ্যোগ নিবেন- এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসান তারেক বলেন, এবারের নির্বাচনে যদি আমাকে বিআইএ’র নির্বাহী কমিটিতে স্থান দেয়া হয় তাহলে আমি দেশের বীমা খাতের উন্নয়নে কাজ করতে চাই। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করা হবে আমার লক্ষ্য।

তিনি বলেন, বিআইএ হচ্ছে বার্গেনিং এজেন্ট। বীমা খাত নিয়ে সরকারের নীতি নির্ধারণে বার্গেনিং করার দায়িত্ব বিআইএ’র। বীমা খাতের উন্নয়নে কাজ করবে বিআইএ, কারো ব্যক্তিস্বার্থে নয়।

জিডিপি’তে বীমা খাতের অবদান বাড়াতে কাজ করবে বিআইএ। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আমাদের কাজ করতে হবে।

হাসান তারেক বলেন, বিআইএ’র নির্বাহী কমিটিতে স্থান পেলে আমার প্রথম প্রচেষ্টা থাকবে নন-লাইফ বীমা খাতের অবৈধ কমিশন বন্ধ করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।

একইসঙ্গে বীমার নেতিবাচক ইমেজ দূর করে গ্রাহকদের মাঝে বীমা সম্পর্কে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে কাজ করা।

তিনি আরো বলেন, রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে বিআইএ’কে বীমা খাতের প্রকৃত উন্নয়নে ভূমিকা রাখার জন্য তৈরি করা। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে এ খাতের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা।

হাসান তারেক বলেন, অনেক বছর পর আনন্দঘন পরিবেশে বিআইএ’র নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে অন্তত ১০ জন মুখ্য নির্বাহী অংশ নিচ্ছেন। এটি অবশ্যই একটি ভালো দিক। আমি আশা করি সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই নির্বাচনকে সফল করবে।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বীমা মালিকদের সংগঠন বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন। এবারের নির্বাচনে নন-লাইফ বীমা খাতের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৯ জন চেয়ারম্যান-পরিচালক এবং ১০ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা।

অপরদিকে লাইফ বীমার ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ খাতের ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের দপ্তর। এ খাতের নির্বাহী সদস্যদের মধ্যে ৬ জন চেয়ারম্যান-পরিচালক ও ৪ জন মুখ্য নির্বাহী।