বেসরকারি মালিকানায় পুনর্বীমা কোম্পানি গঠন-ই হবে প্রধান উদ্যোগ: নুরুল আলম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশীয় কোম্পানিগুলোর সমন্বয়ে বেসরকারি পুনর্বীমা কোম্পানি গঠন করা খুবই জরুরি এবং সময়ের দাবি বলে মনে করছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাচনে নন-লাইফ বীমা খাতের প্রার্থী ও সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আলম চৌধুরী।
তিনি বলেন, দেশের টাকা দেশের বাইরে যাওয়া বন্ধ করতে দেশীয় কোম্পানিগুলোর সমন্বয়ে বেসরকারি পুনর্বীমা কোম্পানি গঠন করাই হবে আমার প্রধান উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে যেমন বেকারত্ব কমে আসবে তেমনি উন্নত হবে দেশের বীমা খাত। একইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বেসরকারি এই পুনর্বীমা কোম্পানি।
ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সাথে আলাপকালে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাচনে বিজয়ী হলে বীমা খাতের সংস্কারে কি কি উদ্যোগ নিবেন- এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আলম চৌধুরী।
তিনি মনে করেন, দেশের বীমা খাতটা অনেক অবহেলিত। অথচ এই বীমা খাত দিয়ে সরকার কোটি কোটি টাকা রেভিনিউ পেতে পারে। প্রকৃতপক্ষে সরকার তা পাচ্ছে না। তিনি বলেন, দেশে মটর বীমা বাধ্যতামূলক ছিল। কিন্তু গত সরকার কিছু পরিবহন ব্যবসায়ী, যাদের ব্যবসা ভালো ও পরিবহনের বীমার প্রিমিয়াম অনেক ছিল, তাদের এবং বিআইএ’র উর্ধ্বতন কিছু ব্যক্তির যোগসাজসে সেটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।যার কারণে সরকার মটর বীমা থেকে কোটি কোটি টাকার রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে।
সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের এই মুখ্য নির্বাহী বলেন, দেশের বীমা খাত গত প্রায় ১৪/১৫ বছর একটি যায়গায় আবদ্ধ ছিল। আমরা চাচ্ছি, এই গন্ডি থেকে বেরিয়ে আসতে। এই গন্ডির বাইরে এসে একটি নতুন নেতৃত্ব গড়তে চাই, যার মাধ্যমে সরকার একটি ভালো রেভিনিউ পেতে পারে- সেটাই আমি প্রথমে চেষ্টা করব।
নুরুল আলম চৌধুরী বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বিআইএ’র মধ্যে একটি ফ্রেন্ডশিপ ও ফেলোশিপ সম্পর্ক গড়ে তুলতে চাই; যার মাধ্যমে আমরা এই খাতকে উন্নয়ন করতে পারব এবং সেই আপ্রাণ চেষ্টাই আমি চালিয়ে যাবো। একইসাথে সরকার যাতে আরো অধিক থেকে অধিকতর রেভিনিউ পেতে পারে তার জন্য কাজ করব।
এ ছাড়াও বীমা কোম্পানিগুলোর মধ্যে একটি অসুস্থ প্রতিযোগিতা চলছে। এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের বন্ধ করতে হবে। অনেক সময় আন্ডার রেইটে বীমা করা থাকে, সেটাও বন্ধ করতে হবে বলেও মনে করেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আলম চৌধুরী।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বীমা মালিকদের সংগঠন বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন। এবারের নির্বাচনে নন-লাইফ বীমা খাতের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৯ জন চেয়ারম্যান-পরিচালক এবং ১০ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা।
অপরদিকে লাইফ বীমার ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ খাতের ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের দপ্তর। এ খাতের নির্বাহী সদস্যদের মধ্যে ৬ জন চেয়ারম্যান-পরিচালক ও ৪ জন মুখ্য নির্বাহী।