এলআইসি’র মানিব্যাক প্লান

মেয়াদ শেষের আগেই ৬০% টাকা ফেরত পাবেন গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: আপদকালীন সুবিধাসহ মেয়াদ শেষ হওয়ার আগেই বীমা অংকের ৬০ শতাংশ টাকা ফেরতের সুবিধা দিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ। মানিব্যাক প্লান নামে ২০ বছর মেয়াদী এই বীমা পলিসিতে গ্রাহককে প্রিমিয়াম দিতে হবে ১৫ বছর। এছাড়াও রয়েছে লোন সুবিধাও।

মেয়াদ শেষের আগেই ৬০% টাকা ফেরত দেয়া হবে।

মানিব্যাক প্লানে মেয়াদ শেষের আগেই ৬০% টাকা ফেরত পাবেন গ্রাহক। প্রতি ৫ বছর পর বীমা অংকের ২০ শতাংশ করে ফেরত দেয়া হবে। এভাবে মোট ১৫ বছরে ৩ দফায় ৬০ শতাংশ ফেরত পাবেন গ্রাহক। আর মেয়াদ শেষে পাবেন বোনাসসহ বীমা অংকের বাকী ৪০ শতাংশ।

এ পলিসিতে রয়েছে ঋণ সুবিধা।

৩ বছর পলিসি চালানোর পর গ্রাহক জমা করা মোট টাকার ৮০ শতাংশ ঋণ নিতে পারবেন।

৫০ বছর বয়সীরা নিতে পারবেন এ পলিসি।

১৩ বছর থেকে ৫০ বছর বয়সী যে কেউ এ পলিসি গ্রহণ করতে পারবেন। তবে গ্রাহকের বয়স ৭৫ বছর হওয়ার আগেই শেষ হতে হবে বীমার মেয়াদ।

সর্বোচ্চ বীমা অংক হবে গ্রাহকের পছন্দ অনুসারে।

বীমা অংকের সর্বনিম্ন পরিমাণ ১ লাখ টাকা। তবে সর্বোচ্চ কোন সীমা নেই। অর্থাৎ ১ লাখ টাকা থেকে শুরু করে যেকোন পরিমাণে বীমা অংক হতে পারে।

নমনীয় প্রিমিয়াম পরিশোধ সুবিধা রয়েছে।

মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক- যেকোন এক তফশিলে প্রিমিয়াম জমা কর যায় এই বীমা পলিসিতে।

গ্রাহক ছাড় পাবেন প্রিমিয়ামেও। বীমার মেয়াদ এবং বীমা অংকের ওপর এ ছাড় দেয়া হবে।

বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম জমা করলে ২ শতাংশ রেয়াত বা ছাড় পাওয়া যায়। আর অর্ধবার্ষিক কিস্তিতে ছাড় পাওয়া যায় ১ শতাংশ। ২০ বছর মেয়াদী পলিসিতে গ্রাহককে প্রিমিয়াম দিতে হবে ১৫ বছর।

আবার বীমা অংকের ভিত্তিতেও ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে ২ লাখ টাকা থেকে ৪ লাখ ৯৫ হাজার টাকায় প্রতি হাজারে ২ টাকা ছাড় পাওয়া যায়। আর ৫ লাখ টাকা বা তার উর্ধ্বে যেকোন পরিমাণের জন্য প্রতি হাজারে ৩ টাকা ছাড় পাওয়া যায়। তবে ১ লাখ থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা বীমা অংকে কোন ছাড় পাওয়া যায় না।

এ পলিসিতে মৃত্যু ও দুর্ঘটনাজনিত ক্ষতিতে বীমা সুবিধা পাবে গ্রাহক।

যদি কোন গ্রাহকের স্বাভাবিক মৃত্যু হয় তবে গ্রাহকের নমিনী সম্পূর্ণ বীমা অংকের ১২৫ শতাংশ অথবা জমাকৃত টাকার ১০ গুণ অর্থাৎ এ দুটির মধ্যে যার পরিমান বেশি তা পাবেন। সেইসাথে পুঞ্জিভূত বোনাস এবং শেষ বছরের অতিরিক্ত বোনাস (এফএবি) পাবেন।

দুর্ঘটনায় গ্রাহকের মৃত্যু বা পঙ্গু হলে বীমা অংকের দিগুণ টাকা পাওয়া যাবে এই বীমা পলিসিতে। তবে এ সুবিধাটি পেতে হলে গ্রাহককে প্রতি হাজারে মাত্র ১ টাকা অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে।