জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাৎ

পপুলার লাইফের ৪ কর্মকর্তা সম্পর্কে জন সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪ কর্মকর্তা সম্পর্কে গণমাধ্যমে জন সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন সাভারের মো. আমিনুল ইসলাম শাপলা, মো. রফিকুল ইসলাম ও মো. আলমগীর মোল্লা এবং ময়মনসিংহের মো. আবুল খায়ের।

পপুলার লাইফ কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তারা জালজালিয়াতি, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ভূয়া বিল ভাউচার ও হিসাব দেখিয়ে প্রিমিয়ামের ১৪ লাখ ১০ হাজার ৯৯২ টাকা আত্মসাৎ করেছেন। এ জন্য তাদের চাকরি থেকে বরখাস্তসহ ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে মো. আমিনুল ইসলাম শাপলা কোম্পানিটির আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের সাভার সার্ভিস সেলের সার্কেল প্রধান ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি জালজালিয়াতি, প্রতারণা এবং ভূয়া বিল ভাউচার ও হিসাব দেখিয়ে প্রিমিয়ামের ৬ লাখ ৩৭ হাজার ১৯১ টাকা আত্মসাৎ করেছেন। চাকরি থেকে বরখাস্তসহ ঢাকার সিএমএম আদালতে তার নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪২৮/২০১৮।

মো. রফিকুল ইসলাম কোম্পানির আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের সাভার সার্ভিস সেলের কাকরান জোনের সহকারী প্রকল্প পরিচালক ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি জালজালিয়াতি, প্রতারণা এবং ভূয়া বিল ভাউচার ও হিসাব দেখিয়ে প্রিমিয়ামের ৩ লাখ ৬৮ হাজার ৯৮২ টাকা আত্মসাৎ করেছেন। চাকরি থেকে বরখাস্তসহ ঢাকার সিএমএম আদালতে তার নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪৩১/২০১৮।

এছাড়াও মো. আলমগীর মোল্লা কোম্পানিটির আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের সাভার সার্ভিস সেলের উপ-প্রকল্প পরিচালক ও ইনচার্জ ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি জালজালিয়াতি, প্রতারণা এবং ভূয়া বিল ভাউচার ও হিসাব দেখিয়ে প্রিমিয়ামের ৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চাকরি থেকে বরখাস্তসহ ঢাকার সিএমএম আদালতে তার নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪৩০/২০১৮।

মো. আবুল খায়ের কোম্পানিটির আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের ময়মনসিংহ সার্ভিস সেলের উর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি জালজালিয়াতি, প্রতারণা এবং ভূয়া বিল ভাউচার ও হিসাব দেখিয়ে প্রিমিয়ামের ১ লাখ ৪ হাজার ৮১৯ টাকা আত্মসাৎ করেছেন। চাকরি থেকে বরখাস্তসহ ঢাকার সিএমএম আদালতে তার নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩০৫/২০১৮।

পলাতক এসব কর্মকর্তার সাথে কোনরূপ আর্থিক ও দাপ্তরিক লেনদেন না করতে সকল বীমা গ্রাহক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানিয়েছে পপুলার লাইফ কর্তৃপক্ষ। এরপরও যদি কেউ তাদের সাথে কোন ধরণের লেনদেন করে তার দায়-দায়িত্ব কোম্পানি বহন করবে না বলেও জানানো হয়েছে ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে।