চাকরি ছেড়েছেন ১৯৩৪ বীমা কর্মকর্তা-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির শাখা অফিসগুলোতে কর্মরত ১ হাজার ৯৩৪ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে চলে গেছেন। এরমধ্যে লাইফ বীমা কোম্পানির ১৪৭৭ এবং নন-লাইফ বীমা কোম্পানির ৪৫৭ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বলছে, কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুত করার ক্ষেত্রেও অস্বাভাবিকতা রয়েছে। ফলে বীমাখাতে অধিক ইমেজ সংকট হয়। লাইফ ও নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন শীর্ষক দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে আইডিআরএ এ মন্তব্য করেছে।
আইডিআরএ’র তথ্য মতে, চলতি বছরের জুন শেষে সারাদেশে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির শাখা অফিসগুলোতে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১২। এরমধ্যে লাইফে ২৪ হাজার ৫৪৩ এবং নন-লাইফে ১৬ হাজার ৬৬৯ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
তবে চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে সারাদেশে লাইফ বীমা কোম্পানির ৭৬৯ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে চলে গেছেন। এরপর এপ্রিল থেকে জুন পর্যন্ত এই ৩ মাসে চাকরি ছেড়েছেন আরো ৭০৮ কর্মকর্তা কর্মচারী।
একইভাবে নন-লাইফ বীমা কোম্পানিগুলো বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২৫৮ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে চলে গেছেন। এরপর এপ্রিল থেকে জুন পর্যন্ত এই ৩ মাসে আরো ১৯৯ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে চলে গেছেন।
অন্যদিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫৪৩ জন এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ৫২৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করেছে লাইফ বীমা কোম্পানিগুলো। তবে নতুন নিয়োগ দেয়ার পরও বছরের প্রথমার্ধে কোম্পানিগুলোতে কর্মকর্তা-কর্মচারী ঘাটতি রয়েছে ৪০৮ জন।
একইভাবে নন-লাইফ খাতে বছরের প্রথম ৩ মাসে ৫১৪ জন এবং পরবর্তী ৩ মাসে ৩০৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হয়েছে। সে হিসাবে নন-লাইফ বীমাখাতে বছরের প্রথমার্ধে চাকরি ছেড়ে চলে যাওয়া কর্মকর্তা-কর্মচারীর চেয়ে ৩৬৪ জন বেশি নিয়োগ দেয়া হয়েছে।